ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সেরাজেম বৃত্তি পেলেন ঢাবির ১২ শিক্ষার্থী

প্রকাশিত: ০৬:৪৪, ১১ মার্চ ২০১৮

 সেরাজেম বৃত্তি পেলেন  ঢাবির ১২ শিক্ষার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয় লোক প্রশাসন বিভাগের ১২ জন মেধাবী শিক্ষার্থী পেয়েছেন সেরাজেম বৃত্তি-২০১৮। আজ ৫ মার্চ ২০১৮ সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই বৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আখতার হোসেন। এ সময় সেরাজেম বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কেওন কি সুন উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আখতারুজ্জামানের সঙ্গে তাঁর অফিসে সাক্ষাত করেন এবং এক ফটোসেশনে মিলিত হন। উপাচার্য বৃত্তিপ্রাপ্তদের অভিনন্দন জানান এবং তাদের লেখাপড়ার প্রতি আরোু মনোযোগী হতে পরামর্শ প্রদান করেন। উপাচার্যের সঙ্গে সাক্ষাতকালে সেরাজেম বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও লোক প্রশাসন বিভাগের চেয়ারম্যানসহ বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- শাকিল হোসেন, আবদুর রহমান, হানিফ আহমেদ, ফয়সাল হোসেন, রাজ্জাক হাওলাদার, জহিরুল ইসলাম, রাবিয়া আক্তার, জয়দেব রায়, সানোয়ার হোসেন, মাজাহার আলী, মোস্তফা ফেরদৌস হাসান ও মোহাম্মদ আজিজুল ইসলাম।
×