ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

রাজশাহী চারুকলা মহাবিদ্যালয়ে অধ্যক্ষ আজাদকে স্মরণ

প্রকাশিত: ০৪:৫৭, ১১ মার্চ ২০১৮

 রাজশাহী চারুকলা  মহাবিদ্যালয়ে অধ্যক্ষ আজাদকে স্মরণ

স্টাফ রিপোর্টার রাজশাহী থেকে জানান, রাজশাহী নগরীর শিরইলে অবস্থিত চারুকলা মহাবিদ্যালয়ের নবীন ও প্রবীণ শিক্ষার্থীদের মিলনমেলায় কলেজের প্রতিষ্ঠাতা প্রয়াত অধ্যক্ষ শিল্পী এসএএইচ আজাদ ও প্রভাষক নাজনীন আক্তার লতাকে স্মরণ করলেন সবাই। তাদের আদর্শে শিল্পীমন প্রস্ফুটিত করার প্রত্যয় ব্যক্ত করেন কলেজের প্রবীণ ও নবীন শিক্ষার্থী ও শিক্ষকরা। মিলনমেলার পাশাপাশি কলেজের উদ্যোগে প্রয়াত অধ্যক্ষ ও শিক্ষক স্মরণে আলোচনা ও দোয়া মাহফিলও অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল থেকে দিনভর কলেজ প্রাঙ্গণে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে কলেজটির প্রতিষ্ঠাতা অধ্যক্ষ এসএএইচ আজাদ ও প্রতিষ্ঠাকালীন প্রভাষক নাজনীন আখতার লতাকে শ্রদ্ধাভরে স্মরণ করা হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রাজশাহী চারুকলা মহাবিদ্যালয়ের সার্বিক সহযোগিতায় প্রাক্তন শিক্ষার্থীরা এ অনুষ্ঠানের আয়োজন করে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের প্রফেসর ড. এসএম জাহিদ হোসেনের সভাপতিত্ব অনুষ্ঠানে বক্তব্য রাখেন, চারুকলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) রেজাউল ইসলাম। কলেজের শিক্ষক হারুন অর রশিদ, রেফাজ উদ্দিন, আব্দুস সাত্তার, নারগিস পারভিন সোমাসহ কলেজটিক শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী স্মৃতিচারণে অংশ নেন। একই কলেজের প্রাক্তন শিক্ষার্থী ও বর্তমানে প্রভাষক নারগিস পারভিন সোমা বলেন, ‘চারুকলা মহাবিদ্যালয়ে আজও আজাদ স্যার ও লতা ম্যাডামে’র শূন্যতা অনুভব করেন সবায়। শৈল্পিক গুণাবলী দিয়ে তারা এ কলেজটি প্রতিষ্ঠা করে গেছেন। তাদের আদর্শ ধারণ করে এ কলেজ এখন অগ্রগামী। অনেকে ভাল কাজ করছেন। তিনি নিজেও এ চারুকলার ছাত্রী ও শিক্ষক হিসেবে গর্বিত উল্লেখ করে বলেন, স্যারদের শেখানো পথে তারা অগ্রসর হচ্ছেন। শিল্পকলায় দেশ বিদেশে অবদান রাখছেন অনেকে।
×