ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চার ভাষার ওয়েব সিরিজে অন্তু করিম

প্রকাশিত: ০৬:২২, ১০ মার্চ ২০১৮

 চার ভাষার ওয়েব সিরিজে অন্তু করিম

সংস্কৃতি ডেস্ক ॥ বাংলা, ইংরেজী, ফ্রেঞ্চ ও আরবী এই চার ভাষায় নির্মিত হচ্ছে এ্যাকশন-থ্রিলারধর্মী ওয়েব সিরিজ ‘দ্য প্রটেকটর’। কনটেক্স জি ফিল্মসের ব্যানারে নির্মিত এই অয়েব সিরিজটির ‘দ্য প্রটেকটর’ এর গল্প লিখেছেন অনিক কান্তি সরকার ও নোমান হোসেন। পরিচালনা করছেন অনিক কান্তি সরকার। ‘দ্য প্রটেকটর’ সিরিজের গল্পের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় মডেল অন্তু করিম। সম্প্রতি অন্তর্জালে ‘দ্য প্রটেকটর’ সিরিজের পোস্টার উন্মুক্ত করার পর দর্শক মহলে প্রশংসিত হয়েছে। এ প্রসঙ্গে পরিচালক অনিক কান্তি সরকার বলেন, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশেকে প্রতিনিধিত্ব করছি। গল্পটাও চমৎকার, তাই চাপটাও খুব বেশি। সবাই অনেক পরিশ্রম করছে, আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করছি, তাই নির্মাণে কোন খুঁত রাখতে চাইনি। আশা করি ‘দ্য প্রটেকটর’ বাংলাদেশসহ আন্তর্জাতিক অঙ্গনে গ্রহণযোগ্যতা পাবে। এ প্রসঙ্গে অন্তু করিম বলেন, এই প্রথম নিজের মনের মতো একটা গল্প পেয়েছি, এতদিন হয়ত এমন একটা গল্পের অপেক্ষায় ছিলাম। সাজিদ চরিত্রটি একটু অন্যরকম, অনেক বেশি চ্যালেঞ্জিং। অনেক ঝুঁকিপূর্ণ স্টান্ট করতে হচ্ছে, তবে কাজটাকে বেশ উপভোগ করছি। আমার সব পরিশ্রম সার্থক হবে যদি দর্শকদের একটা ভাল কাজ উপহার দিতে পারি। আশা করি এক অন্য রকম অন্তু করিমকে আপনারা পর্দায় খুঁজে পাবেন। ‘দ্য প্রটেকটর’ এর গল্পে দেখানো হচ্ছে ২০২০ সালের এক উন্নয়নশীল বাংলাদেশকে, সে সময় বাংলাদেশকে অস্থিতিশীল করতে চক্রান্ত করছে বহির্বিশ্বের কিছু কুচক্রী মহল। ওদের চক্রান্তের সঙ্গে ঘটনাক্রমে জড়িয়ে পরে সাজিদের পুরো পরিবার। ধুন্ধুমার এ্যাকশন আর রহস্যে ভরপুর এই গল্পের জট খুলবে খুব শীঘ্রই। ‘দ্য প্রটেকটর’ এর ফার্স্ট লুক খুব শীঘ্রই অন্তর্জালে মুক্তিপাচ্ছে।
×