ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

৩১ মার্চ ছাত্রলীগের সম্মেলন করতে ফের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশিত: ০৭:৫৬, ৮ মার্চ ২০১৮

৩১ মার্চ ছাত্রলীগের সম্মেলন করতে ফের নির্দেশ প্রধানমন্ত্রীর

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ চলতি মাসের ৩১ তারিখ ছাত্রলীগের সম্মেলন করার জন্য আবারও নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বুধবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে এ নির্দেশ প্রদান করেন। আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন জনকণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনা জনসভার মঞ্চে আসার দশ মিনিটের মধ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়েদুল কাদেরকে সম্মেলনের ব্যাপারে এ নির্দেশ দেন। ৩১ মার্চ ছাত্রলীগের ২৯ তম সম্মেলন করার জন্য নেত্রী আমাদের প্রিয় সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে নির্দেশ প্রদান করেন। গত ৬ জানুয়ারি ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মার্চ মাসের মধ্যে ছাত্রলীগকে সম্মেলন করার তাগিদ দেন। তিনি বলেছিলেন, ‘বঙ্গবন্ধু কন্যা দেশরতœ শেখ হাসিনার ইচ্ছা চলতি বছরের মার্চ মাসে (স্বাধীনতার মাস) ছাত্রলীগ সম্মেলন করুক। পরবর্তীতে গত ৮ জানুয়ারি গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ছাত্রলীগ নেতারা সাক্ষাত করেন। সাক্ষাতকালে চলতি বছরের ৩১ মার্চ সম্মেলনের দিনক্ষণ ঠিক করা হয় বলে জনকণ্ঠকে জানান ছাত্রলীগ সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন। ছাত্রলীগের সম্মেলন হবে কিনা এ নিয়ে গত কয়েকদিন যাবত ছাত্রলীগের নেতৃবৃন্দের মধ্যে উৎকণ্ঠা ছিল। সম্মেলন করতে প্রধানমন্ত্রীর আবারও নির্দেশের পর অবশেষে ছাত্রলীগ নেতৃবৃন্দের সেই উৎকণ্ঠা কেটে গেল।
×