ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ডট বিডি ও ডট বাংলা ডোমেইনের চার্জ কমল

প্রকাশিত: ০৬:০৮, ৮ মার্চ ২০১৮

 ডট বিডি ও ডট বাংলা ডোমেইনের চার্জ কমল

অর্থনৈতিক রিপোর্টার ॥ ডট বিডি ও ডট বাংলা ডোমেইন নাম নিবন্ধনের ক্ষেত্রে এখন থেকে আর কোন প্রিমিয়াম ক্যাটাগরি থাকছে না। এখন থেকে একই দামে (৮০০ টাকায়) ডোমেইন দুটি কেনা যাবে। বুধবার ডোমেইন নাম দুটির তত্ত্বাবধানকারী প্রতিষ্ঠান বাংলাদেশ টেলিযোগাযোগ কোম্পানি লিমিটেড (বিটিসিএল) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে ডট বিডি ও ডট বাংলা ডোমেইন সমহারে নিবন্ধন করার সিদ্ধান্ত নিয়েছে বিটিসিএল। ‘আগে এলে আগে পাবেন’ ভিত্তিতে ডোমেইন বরাদ্দ বা নিবন্ধন করা হবে। সব ডোমেইন নাম একই রেটে অর্থাৎ বছরে ৮০০ টাকা ফিতে দেয়া হবে। দায়িত্ব নেয়ার পরে সম্প্রতি ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার একটি অনুষ্ঠানে ডট বিডি ও ডট বাংলা ডোমেইন নাম নিবন্ধনের ক্ষেত্রে আর্থিক বিষয় বৈষম্য এবং বিদ্যমান জটিলতা দূর করার উদ্যোগ নেবেন বলে জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, এতে ভিন্ন ভিন্ন ক্যাটাগরি থাকা উচিত নয়। সব সমান হতে হবে। নেয়ার পদ্ধতি হতে হবে সহজসরল। তবেই না এগুলো নিতে মানুষ আগ্রহী হবে। প্রসঙ্গত, আগে প্রিমিয়াম ক্যাটাগরির জন্য বার্ষিক ফি ছিল যথাক্রমে ৫, ১৫ ও ২৫ হাজার টাকা যা কমিয়ে বর্তমানে ৮০০ টাকা করা হয়েছে। এছাড়া অনলাইনে ডোমেইনের জন্য আবেদন ও পেমেন্টের ব্যবস্থা রয়েছে। আগ্রহীদের অনলাইনে নিবন্ধনের জন্য বিটিসিএলের ওয়েবসাইট বিটিসিএল.বাংলা বা িি.িনঃপষ.পড়স.নফ লগইন করতে বিটিসিএল-এর পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।
×