ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মানুষের দৃষ্টি অন্যদিকে নিতে জাফর ইকবাল হত্যাচেষ্টা ॥ রিজভী

প্রকাশিত: ০৫:৫৯, ৬ মার্চ ২০১৮

মানুষের দৃষ্টি অন্যদিকে নিতে জাফর ইকবাল হত্যাচেষ্টা ॥ রিজভী

স্টাফ রিপোর্টার ॥ বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির দাবিতে আজ মঙ্গলবার সারাদেশে মানববন্ধন কর্মসূচী পালন করবে বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচীর আয়োজন করা হয়েছে। সোমবার দলের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে মানববন্ধনের এ স্থান ঘোষণা করা হয়। এ সময় দলের সিনিয়র যুগ্মমহাসচিব রহুল কবির রিজভী অভিযোগ করেন পুলিশের নিরাপত্তার মধ্যেও অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলা হয়েছে। সরকার কিংবা রাষ্ট্রের পৃষ্ঠপোষকতা ছাড়া এ ধরনের হামলা করা সম্ভব নয় উল্লেখ করেন। নয়াপল্টন দলের কেন্দ্রীয় আয়োজিত সংবাদ সম্মেলনে রিজভী বলেন, খালেদা জিয়ার মুক্তির দাবিতে মঙ্গলবার ঢাকাসহ সারাদেশে মানববন্ধন কর্মনসূচী পালন করা হবে। কেন্দ্রীয় কর্মসূচী হবে জাতীয় প্রেসক্লাবের সামনে। বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত এ কর্মসূচী পালন করা হবে। এজন্য পুলিশকে বিষয়টি অবহিত করা হয়েছে বলে উল্লেখ করেন। এছাড়াও আগামী বৃহস্পতিবার ৮ মার্চ সারাদেশে যে অবস্থান কর্মসূচী পালিত হবে, সেটি কেন্দ্রীয়ভাবে হবে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত। এ বিষয়টিও পুলিশকে অবহিত করা হয়েছে। তিনি আওয়মী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের সমালোচনা করে বলেন, তার কথা শুনে জাতি বিস্ময়ে বাক্যহারা। জনসাধারণ আওয়ামী লীগের নিখুঁত মিথ্যাচার সম্পর্কে ওয়াকিবহাল। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালকে হত্যাচেষ্টার ঘটনা নিয়ে বিএনপি ঘিরে ওবায়দুল কাদেরের বক্তব্যের সমালোচনায় তিনি একথ বলেন। গত রবিবার এ বিষয়ে ওবাদুল কাদের বলেন, এ হত্যাচেষ্টা একটি চক্রান্ত। আর এই চক্রান্তকারীদের পৃষ্ঠপোষক বিএনপি। সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদেরের অভিযোগেরই জবাবে রিজভী আরও বলেন, ড. মুহম্মদ জাফর ইকবালের মতো প্রথিতযশা লেখক। তার ওপর বিশ্ববিদ্যালয়ে এত নিরাপত্তা, তার সিকিউরিটি, এর মধ্যে একজন সাহস করল, সাহস করে তার মাথায়-পিঠে-ঘাড়ে ছুরিকাঘাত করল। এটাতে প্রশ্ন দেখা দিয়েছে মানুষের মনে এটা কী করে সম্ভব? রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না থাকলে, সরকারী পৃষ্ঠপোষকতা না থাকলে কী করে সম্ভব? যাকে ধরা হয়েছে তার শুধু আওয়ামী লীগের কানেকশন পাওয়া যাচ্ছে। অন্য কোন কানেকশন নাই। এখন আঘাতকারীর যত পরিচয় পাওয়া যাচ্ছে ততই আওয়ামী কানেকশন সুস্পষ্ট হয়ে উঠছে। এটা আওয়ামী লীগই করতে পারে উল্লেখ করেন। বলেন আওয়ামী নেতা হরদম বিরোধী দলের বিরুদ্ধে এমন কল্পকাহিনী প্রচার করে শুধু নিজেদের নানাবিধ পাপ ঢাকার জন্য। সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়নি, তদন্ত হয়নি, প্রকৃত অপরাধী শনাক্ত করা হয়নি, অথচ এই রক্তাক্ত ঘটনায় চটজলদি প্রধানমন্ত্রী থেকে শুরু করে আওয়ামী নেতারা বিএনপির ওপর দায় চাপিয়ে দেন। জনমানসকে বিভ্রান্ত করতেই মোক্ষম চাল হিসেবে বিএনপির ওপর এ দায় চাপানো হয়। দেশে সব জঙ্গী হামলা, শিক্ষক, ব্লগার, পুরোহিত, যাজক, প্রকাশক, মসজিদের ইমাম, মুয়াজ্জিন হত্যায় সরকারী পৃষ্ঠপোষকতা’ ছিল বলে অভিযোগ করেন তিনি। তিনি বলেন, দেশবাসী বিশ্বাস করে, বিএনপি চেয়ারপার্সনকে কারাবন্দী করার পর ক্ষুব্ধ মানুষের দৃষ্টি অন্যদিকে নিতে খ্যাতিমান লেখক ও শিক্ষক অধ্যাপক ড. জাফর ইকবালকে হত্যাচেষ্টা করা হয়েছে। আঘাতকারীর যত পরিচয় পাওয়া যাচ্ছে, ততই আওয়ামী কানেকশন সুস্পষ্ট হয়ে উঠছে। রিজভী অভিযোগ করে বলেন, সরকার খালেদা জিয়াকে কেবল মিথ্যা মামলায় কারাগারে পাঠিয়ে ক্ষান্ত হয়নি, তার মামলার নথি উচ্চ আদালতে পাঠাতেও বিলম্ব করছে। ১২ মার্চের বিএনপি সমাবেশের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, আগামী ১২ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে যে জনসভা হবে তার প্রস্তুতি চলছে। দলের পক্ষ থেকে মহানগর পুলিশ ও গণপূর্ত অধিদফতরের প্রধান প্রকৌশলীকে ইতোমধ্যে চিঠি দেয়া হয়েছে অনুমতির জন্য। জনসভা আয়োজনে সব কাজ আমরা সম্পন্ন করা হয়েছে। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলনে চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবুল খায়ের ভুঁইয়া, আতাউর রহমান ঢালী, আবদুস সালাম আজাদ, তাইফুল ইসলাম টিপু, বেলাল আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে বলেন, সরকার ফ্যাসিবাদী আচরণের আশ্রয় নিয়ে দেশকে এক ভয়াবহ অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। বিএনপির সহ-দফতর সম্পাদক মুনির হোসেনকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সোমবার তিনি এই বিবৃতি দেন। এতে তিনি বলেন, মানুষের ভোটের অধিকারকে তুচ্ছ জ্ঞান এবং গণতান্ত্রিক অধিকারের প্রতি সরকারের চিরাচরিত অবজ্ঞার কারণে দেশ এখন বন্দীশালায় পরিণত হয়েছে। বিএনপিসহ বিরোধী দলগুলোর নেতাকর্মীদের গ্রেফতার এবং তাদের বিরুদ্ধে মিথ্যা ও কল্প কাহিনী তৈরি করে মামলা দায়ের ও কারান্তরীণ করা হচ্ছে উল্লেখ করেন।
×