ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ডিএসইতে নরওয়ে ফান্ডের বিনিয়োগ দ্বিগুণ বেড়েছে

প্রকাশিত: ০৫:০৮, ৪ মার্চ ২০১৮

ডিএসইতে নরওয়ে ফান্ডের বিনিয়োগ দ্বিগুণ বেড়েছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ বিশ্বের বৃহত্তম তহবিল নরওয়ে সভরেন ওয়েলথ ফান্ড বা সার্বভৌম সম্পদ তহবিলের বিনিয়োগ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দ্বিগুণের বেশি বেড়েছে। সম্প্রতি প্রকাশিত তহবিলটির আর্থিক প্রতিবেদনে এমন তথ্য দেয়া হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৭ সালে ডিএসইতে তালিকাভুক্ত ২০টি কোম্পানিতে ফান্ডটির মোট বিনিয়োগ দাঁড়িয়েছে ২৪ কোটি ৪৪ লাখ ১০ হাজার মার্কিন ডলার। বাংলাদেশী টাকায় এর পরিমাণ ২ হাজার ২৭ কোটি ৩৮ লাখ টাকা। এর আগের বছর ২০১৬ সাল শেষে ফান্ডটির মোট বিনিয়োগ ছিল ১১ কোটি ২০ লাখ টাকা। টাকায় এর পরিমাণ ৯২৯ কোটি টাকা। দেখা যাচ্ছে ফান্ডটির বিনিয়োগ ডিএসইতে দ্বিগুণের বেশি বেড়েছে। ২০১৭ সালের শেষ কার্যদিবস পর্যন্ত ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের বছরের তুলনায় ২৪ শতাংশ অথবা ১ হাজার ২০৮ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৪৪.৫২ পয়েন্টে অবস্থান করছিল। এ সময় গড় লেনদেন আগের বছরের তুলনায় ৮২ শতাংশ বেড়ে ৮৭৪ কোটি ৮৩ লাখ টাকা ছিল। ২০১৬ সালে ডিএসইতে দৈনিক গড় লেনদেন ছিল ৪৯৫ কোটি ৪৩ লাখ টাকা। ফান্ডটি সবচেয়ে বেশি গ্রামীণ ফোনে ৪ কোটি ৮৭ লাখ ২০ হাজার ডলার বিনিয়োগ করেছে। এরপর স্কয়ার ফার্মায় ৩ কোটি ৫৪ লাখ ৫০ হাজার ডলার; ব্র্যাক ব্যাংকে ৩ কোটি ৩২ লাখ ৬০ হাজার ডলার; মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে ১ কোটি ৯৮ লাখ ৪০ ডলার বিনিয়োগ করেছে। এছাড়া সিটি ব্যাংক; ইস্টার্ন ব্যাংক; ওয়ান ব্যাংক; মার্কেন্টাইল ব্যাংক; সাউথইস্ট ব্যাংক; প্রাইম ব্যাংক; আইডিএলসি ফাইন্যান্স; লংকাবাংলা ফাইন্যান্স; একমি ল্যাবরেটরিজ; বাংলাদেশ সাবমেরিন ক্যাবল; বার্জার বাংলাদেশ; মোবিল যমুনা; বে´িমকো ফার্মা; ইফাদ অটোস; অলিম্পিক ইন্ডাস্ট্রিজ এবং সিঙ্গার বাংলাদেশে বিনিয়োগ করেছে। উল্লেখ্য, নর্জেস ব্যাংক ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট (এনবিআইএম) নামে বিশ্বের বৃহত্তম এই সার্বভৌম সম্পদ তহবিল বা সরকারী তহবিল বিশ্বজুড়ে প্রায় ৮৮ হাজার ৮০০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করেছে। এটি মূলত শেয়ার, বন্ড ও রিয়েল এস্টেট খাতে বিনিয়োগ করছে। ফ্রন্টিয়ার মার্কেট বা উদীয়মান অর্থনীতিগুলোতে বিনিয়োগ বাড়তি মুনাফা অর্জন, নির্দিষ্ট হারের আয় বৃদ্ধি এবং রিয়েল এস্টেট তথা আবাসন খাতে বিনিয়োগ বাড়িয়ে মুনাফা অর্জন করছে ফান্ডটি। বিপুল এই তহবিলের জোরে নরওয়ে সরকার বলেছে, তাদের জনগণকে আগামী ২০০ বছর পর্যন্ত খাদ্য, বস্ত্র, চিকিৎসা ও বাসস্থানের জন্য চিন্তা করতে হবে না।
×