ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ইরানে শিল্পের মাঝে নিজের পরিচিতি খুঁজছেন এসিড হামলার শিকার নারী

প্রকাশিত: ০৪:০৫, ৪ মার্চ ২০১৮

ইরানে শিল্পের মাঝে নিজের পরিচিতি খুঁজছেন এসিড হামলার শিকার নারী

মাসুমেহ্ আতিইয়ে শুধু এসিড হামলার শিকার হওয়া নারীর পরিচয়েই পরিচিত হতে চান না। তিনি একজন শিল্পী হিসেবে পরিচিতি পেতে চান। এএফপি। স্বামীর সঙ্গে বিয়ে বিচ্ছেদ চাওয়ায় শ্বশুর তার মুখে এসিড ছুড়ে মেরে তাকে অন্ধ করে দেয়। ৩৫ বছর বয়সী এই সাহসী নারী তার ওপর এ বর্বরোচিত হামলার বিচার পাননি। আট বছর আগে এ ঘটনা ঘটে। এসিড তার চেহারাকে ঝলসে বিকৃত করে দিয়েছে। ইরানের শরীয়াহ আইন অনুযায়ী আতিইয়ের দুই চোখের বিনিময়ে তার ওপর হামলাকারী শ্বশুরের একটি চোখ উৎপাটনের বিধান রয়েছে। এদিকে তার পরিবারকে হুমকি দেয়া হয় যে তারা যদি অভিযোগ দায়ের করে তবে তার ছেলেকেও একই শাস্তি দেয়া হবে। তিনি বলেন, আমি বিচার পাওয়ার চেয়ে আমার ছেলের জীবনকেই বেছে নিয়েছি। চলতি সপ্তাহে এসিড সন্ত্রাসের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি ও এসিড হামলায় আক্রান্তদের সহায়তায় অর্থ সংগ্রহের জন্য তেহরানের আশিয়ানেহ্ গ্যালারিতে তিনি অন্যান্য এসিড হামলায় আক্রান্তদের সঙ্গে একটি মৃৎশিল্প প্রদর্শনী করেছেন।
×