ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে আবারও বেড়েছে ছিনতাইয়ের ঘটনা

প্রকাশিত: ০৬:১৭, ৩ মার্চ ২০১৮

 চট্টগ্রামে আবারও বেড়েছে ছিনতাইয়ের ঘটনা

স্টাফ রিপোর্টার ॥ চট্টগ্রামে আবারও বেড়েছে ছিনতাইয়ের ঘটনা। প্রকাশ্যে ছিনতাই হচ্ছে নগরীর বিভিন্ন এলাকার অলিগলিতে। এসব ঘটনার ভিডিও ফুটেজ ও ছিনতাইকারীদের ছবি নিয়ে থানায় গেলেও সুবিধা পাচ্ছেন না ভুক্তভোগীরা। বরং ছিনতাইকারীদের বিরুদ্ধে মামলার পরিবর্তে কেবল হারানো জিডি করেই দায় সারছেন ভারপাপ্ত কর্মকর্তারা। এতে তীব্র নিন্দা জানিয়েছে নাগরিক সমাজ। যদিও অভিযোগের সত্যতা পেলে ব্যবস্থা নেয়ার কথা জানান পুলিশ কমিশনার। গত ২৮ জানুয়ারি, দুপুর ২টা ৩০ মিনিট। অফিস থেকে বাসায় ফেরার পথে চট্টগ্রামের হালিশহর কে ব্লকের ৯ নম্বর রোডে ছিনতাইয়ের শিকার হন মহরম সুলতানা সিক্তা। যা ধরা পড়ে পাশের একটি ক্লোজ সার্কিট ক্যামেরায়। এসব ফুটেজ সংগ্রহ করে তা পুলিশকে সরবরাহ করেন এই নারী। পাশাপাশি দুর্বৃত্তদের চেহারার স্পষ্ট ছবি, তাদের ব্যবহৃত অটোরিক্সার নম্বর এবং ছিনতাই হওয়া আইফোনের আইএমই নম্বর সংগ্রহ করে মামলা করতে যান হালিশহর থানায়। কিন্তু পুলিশ ছিনতাই মামলা না নিয়ে রেকর্ড নেন মোবাইল হারানোর জিডি। যদিও এ অভিযোগ অস্বীকার করেন থানার ওসি। একইভাবে কোতোয়ালি থানার ফিরিঙ্গীবাজার এলাকায় গত ৭ ডিসেম্বর প্রকাশ্যে ছিনতাইয়ের শিকার হন আনসার উদ্দিন নামে এক ব্যবসায়ী। তিনিও ভিডিও ফুটেজ সংগ্রহ এবং ব্যবহৃত অটোরিক্সা নম্বর সংগ্রহ করে থানায় গেলেও মামলা নেয়নি পুলিশ। চট্টগ্রাম নগরীতে সম্প্রতি ছিনতাই বেড়ে গেলেও অভিযোগ আছে এসব ঘটনায় মামলা নিতে অনীহা দেখাচ্ছে পুলিশ। যা আইনশৃঙ্খলা বাহিনীকে আস্থার সংকটে ফেলছে বলে মনে করে নাগরিক সমাজ। অভিযোগের বিষয়টি স্বীকার করেন পুলিশ কমিশনারও। এ ধরনের ঘটনার সত্যতা পাওয়া গেলে বিভাগীয় ব্যবস্থা নেয়ার কথা জানান তিনি। পাশাপাশি থানা থেকে কোন ধরনের সহযোগিতা না পেলে তা সরাসরি উর্র্ধতন কর্মকর্তাদের অবহিত করার জন্য নগরবাসীকে অনুরোধ করেন সিএমপি কমিশনার।
×