ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জিহাদের পরিবারকে ক্ষতিপূরণ না দেয়ায় কোর্ট অবমাননার রুল

প্রকাশিত: ০৫:৫২, ২ মার্চ ২০১৮

জিহাদের পরিবারকে ক্ষতিপূরণ না দেয়ায় কোর্ট অবমাননার রুল

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর শাজাহানপুরে পরিত্যক্ত পাইপে পড়ার পর উদ্ধার তৎপরতায় অবহেলার কারণে শিশু জিহাদের মৃত্যুর ঘটনায় তার পরিবারকে ক্ষতিপূরণের আদেশ পালন না করায় সংশ্লিষ্টদের প্রতি আদালত অবমাননার রুল জারি করেছেন হাইকোর্ট। জারি করা রুলে ক্ষতিপূরণের আদেশ বাস্তবায়ন না করায় ফায়ার সার্ভিস, রেলওয়ে এবং ওয়াসার মহাপরিচালকের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ কেন আনা হবে না- তা জানতে চাওয়া হয়েছে। সংশ্লিষ্টদের ওই রুলের জবাব দিতে বলা হয়েছে। ফেনী-২ আসনের সংসদ সদস্য (এমপি) নিজাম উদ্দিন হাজারীর পদে থাকার বৈধতা নিয়ে রিটের ওপর জারি করা রুল খারিজ করে রায় ঘোষণা করেছেন হাইকোর্ট। এর ফলে তার সংসদ সদস্য পদে থাকতে বাধা নেই। সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন কেন বাড়ানো হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। আগামী চার সপ্তাহের মধ্যে শিক্ষা সচিবসহ সংশ্লিষ্টদের এই রুলের জবাব দিতে বলা হয়েছে। বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত সহকারী শিমুল বিশ্বাসকে রিমান্ডে না নিয়ে জেল গেটে জিজ্ঞাসা করার নির্দেশ কেন দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। বৃহস্পতিবার হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ এ আদেশ গুলো প্রদান করেছেন। শিশু জিহাদের মৃত্যুর ঘটনায় তার পরিবারকে ক্ষতিপূরণের আদেশ পালন না করায় সংশ্লিষ্টদের প্রতি আদালত অবমাননার রুল জারি করেছেন হাইকোর্ট। এ সংক্রান্ত এক আবেদন শুনানি করে বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি মোঃ আশফাকুল ইসলাম ও বিচারপতি কে. এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রুল জারি করেন। আদালতে বৃহস্পতিবার আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মোঃ আব্দুল হালিম। রিটকারী আইনজীবী ব্যারিস্টার মোঃ আব্দুল হালিম জানন, এর আগে ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ দিয়ে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় দেয়া হয়। রায়ে সংশ্লিষ্টদেরকে ৯০ দিনের মধ্যে এই টাকা শিশু জিহাদের পরিবারকে দিতে বলা হয়েছিল। কিন্তু তারা ওই আদেশ বাস্তবায়ন করেনি। গত ১ জানুয়ারি এ সময় অতিবাহিত হয়েছে। তারপর তাদেরকে আইনী নোটিস পাঠানো হয়। নোটিসের জবাব না পেয়ে হাইকোর্টে আবেদন করা হয়। ওই আবেদনের শুনানি নিয়ে আদালত এ আদেশ দিলেন। ২০১৬ সালের ১৮ ফেরুয়ারি জিহাদের মৃত্যুর ঘটনায় তার পরিবারকে ক্ষতিপূরণ দিতে হাইকোর্ট রায় দেন। এর আগে এ সংক্রান্ত রিটের শুনানি নিয়ে ১৫ ফেব্রুয়ারি জিহাদের পরিবারকে ৩০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন একই বেঞ্চ। উল্লেখ্য, ২০১৪ সালের ২৬ ডিসেম্বর শাহজাহানপুর রেল কলোনিতে খোলা কয়েকশ ফুট গভীর একটি নলকূপের পাইপে পড়ে যায় চার বছরের জিহাদ। প্রায় ২৩ ঘণ্টা রুদ্ধশ্বাস অভিযানে ক্যামেরা নামিয়েও ফায়ার সার্ভিস কোন মানুষের ছবি না পাওয়ায় পাইপে জিহাদের অস্তিত্ব থাকা নিয়ে সন্দেহ তৈরি হয়। এরপর উদ্ধার অভিযান স্থগিতের ঘোষণা দেয় ফায়ার সার্ভিস। এর কয়েক মিনিট পর কয়েকজন তরুণের তৎপরতায় তৈরি করা যন্ত্রে পাইপের নিচ থেকে উঠে আসে অচেতন জিহাদ। হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। নিজাম উদ্দিন হাজারীর এমপি পদ বহাল ॥ ফেনী-২ আসনের সংসদ সদস্য (এমপি) নিজাম উদ্দিন হাজারীর পদে থাকার বৈধতা নিয়ে রিটের ওপর জারি করা রুল খারিজ করে রায় ঘোষণা করেছেন হাইকোর্ট। এর ফলে তার সংসদ সদস্য পদে থাকতে বাধা নেই। বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি মোঃ আবু জাফর সিদ্দিকীর একক বেঞ্চ এই রায় ঘোষণা করেন। এর আগে গত ২৭ ফেব্রুয়ারি ফেনী-২ আসনের সংসদ সদস্য (এমপি) নিজাম উদ্দিন হাজারীর পদে থাকা নিয়ে রুল নিষ্পত্তির রায়ের জন্য আজকের দিন নির্ধারণ করেন হাইকোর্ট। উভয় পক্ষের শুনানি শেষে এদিন ঠিক করেন আদালত। গত ৬ ফেব্রুয়ারি বিচারপতি মোঃ আবু জাফর সিদ্দিকীর একক বেঞ্চে মামলাটি কার্যতালিকায় উঠে। পরবর্তীতে ২৫ থেকে ২৭ ফেব্রুয়ারি এই কয়েকদিন শুনানিও অনুষ্ঠিত হয়। আদালতে নিজাম হাজারীর পক্ষে ছিলেন ব্যারিস্টার শফিক আহমেদ ও নুরুল ইসলাম সুজন। রিট আবেদনের পক্ষে শুনানি করেন কামরুল হক সিদ্দিকী ও সত্যরঞ্জন ম-ল। শিমুল বিশ্বাসকে কেন জেল গেটে জিজ্ঞাসাবাদ নয় ॥ বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত সহকারী শিমুল বিশ্বাসকে রিমান্ডে না নিয়ে জেল গেটে জিজ্ঞাসা করার নির্দেশ কেন দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে, রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাকে রিমান্ডে নেয়া যাবে না বলে জানান তার আইনজীবী মাসুদ রানা। আগামী চার সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজি), ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত (সিএমএম), ডিএপি কমিশনার, গুলশান ও বংশাল থানার ওসিকে (ভারপ্রাপ্ত কর্মকর্তা) রুলের জবাব দিতে বলা হয়েছে। এক রিট আবেদনের শুনানি নিয়ে হাইকোর্টের বিচারপতি সৈয়দ দস্তগীর হোসেন ও বিচারপতি মোঃ আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন এ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। তার সঙ্গে ছিলেন মোঃ মাসুদ রানা। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।
×