ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এম এ হামিদ খান

উচ্চ মাধ্যমিক শ্রেণির ইংরেজি প্রথম পত্রে নতুন সিলেবাস এবং প্রাসঙ্গিক কথা

প্রকাশিত: ০৪:২৭, ২৮ ফেব্রুয়ারি ২০১৮

উচ্চ মাধ্যমিক শ্রেণির ইংরেজি প্রথম পত্রে নতুন সিলেবাস এবং প্রাসঙ্গিক কথা

সহকারী অধ্যাপক, ইংরেজি বিভাগ, ধনবাড়ী কলেজ, টাঙ্গাইল গড়নরষব: ০১৭১২৯৬৭৪৫০ E-mail: [email protected] সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আন্তরিক ভালবাসা, প্রীতি ও শুভেচ্ছা জানবে। তোমরা সবাই জান যে, ইংরেজি প্রথম পত্রের সিলেবাস পরিবর্তন ও পরিবর্ধন হয়েছে। ২০১৭ সালে এ সিলেবাস অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে। সিলেবাসটি ভিন্নধর্মী ও সময়োপযোগী। Communicative English এ রকম সিলেবাসই ছাত্র/ছাত্রীদের ইংরেজি শিক্ষার প্রতি আগ্রহী বাড়বে। সিলেবাসটি একটু কঠিন হলেও Interesting-ও বটে। কারণ এখানে রয়েছে language (ভাষা) এবং literature (সাহিত্য) এর সুন্দর সমন্বয়। রয়েছে Basic Grammar শিক্ষার সুযোগ । আজকের লেখাতে এ বিষয়টিই আলোচনা করা হচ্ছে এবং শিক্ষার্থীদের পাঠদান, Model Question এবং ঘঈঞই কর্তৃক নির্ধারিত প্রশ্নপত্রের ধরণ সম্বন্ধে ধারনা দেয়া। লেখাটি যে সমস্ত শিক্ষার্থীবৃন্দ এখন দ্বাদশ শ্রেণিতে তাদের জন্য যেমন প্রযোজ্য, তেমনি যারা এ বছর একাদশ শ্রেণিতে ভর্তি হতে যাচ্ছে তাদের জন্যও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। PART-1: COMPREHENSION BASED
×