ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

কুমিল্লা সেনানিবাসে নারী সৈনিকের আত্মহত্যা

প্রকাশিত: ০৭:৪৬, ২৭ ফেব্রুয়ারি ২০১৮

কুমিল্লা সেনানিবাসে নারী সৈনিকের আত্মহত্যা

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ২৬ ফেব্রুয়ারি ॥ কুমিল্লা সেনানিবাসে হালিমা আক্তার (২০) নামে এক নারী সৈনিকের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে কুমিল্লা সম্মিলিত সামরিক হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ। হালিমা নরসিংদীর পলাশ উপজেলার বালুরচর গ্রামের আবুল কালামের মেয়ে। তিনি অবিবাহিতা। রাত সাড়ে আটটার দিকে বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ আবু ছালাম মিয়া। পুলিশ জানায়, হালিমা কুমিল্লা সেনানিবাসের ভেতরে ১২৭ ফিল্ড ওয়ার্কশপের ব্যারাকে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার নিজামুল আহসান লিখিতভাবে সেনানিবাস পুলিশ ফাঁড়িকে জানিয়েছেন। সেনানিবাস পুলিশ ফাঁড়ির ইনচার্জ শেখ মাহমুদুল হাসান রুবেল জানান, হালিমার গলায় ওড়নার দাগ রয়েছে। তার মৃত্যুর কারণ ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে। কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ আবু ছালাম মিয়া জানান, ময়নাতদন্ত শেষে হালিমার মরদেহ সন্ধ্যায় সেনানিবাসের সংশ্লিষ্ট ইউনিটে হস্তান্তর করা হয়েছে।
×