ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ব্রিটেনে লেস্টার সিটিতে বিস্ফোরণ ॥ নিহত ৪ এ্যাপার্টমেন্ট বিধ্বস্ত

প্রকাশিত: ০৪:১১, ২৭ ফেব্রুয়ারি ২০১৮

ব্রিটেনে লেস্টার সিটিতে বিস্ফোরণ ॥ নিহত ৪ এ্যাপার্টমেন্ট বিধ্বস্ত

ব্রিটেনের লেস্টার সিটিতে এক বিস্ফোরণে অন্তত ৪ জনের প্রাণহানি ও আরও ৪ জন আহত হয়েছেন। রবিবার সন্ধ্যার এ ঘটনায় খুচরা পণ্যের একটি দোকান ও একটি এ্যাপার্টমেন্ট বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ পুলিশ। স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে ঘটা এ বিস্ফোরণে নিচ তলার দোকান ঘর ও উপরের দুই তলা এ্যাপার্টমেন্টটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। লেস্টারশায়ারের পুলিশ সুপার শেন ও’নিল বলেছেন, এখন পর্যন্ত চার জনের মৃত্যু হয়েছে এবং এখনও বেশ কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তিনি বলেন, ‘আমাদের ধারণা ঘটনাস্থলে এখনও খোঁজ পাওয়া যায়নি এমন লোকজন থাকতে পারে, আর কেউ হতাহত হয়েছে কিনা তা বের করতে উদ্ধার অভিযান অব্যাহত রাখা হয়েছে। তাৎক্ষণিকভাবে এই বিস্ফোরণের সঙ্গে সন্ত্রাসবাদের কোন যোগাসাজশ থাকার ইঙ্গিত পাওয়া যায়নি বলে জানিয়েছেন তিনি। টুইটারে পোস্ট করা ছবি ও ভিডিওতে বিস্ফোরণের পর আগুনের কু-ুলি আকাশের দিকে উঠে যেতে দেখা গেছে, পরে ঘটনাস্থলটিতে ভাঙ্গাচোরা ইটপাথর পড়ে থাকতে দেখা গেছে। এই বিস্ফোরণকে বড় ধরনের ঘটনা বলে ঘোষণা করেছে ব্রিটিশ পুলিশ। এক বিবৃতিতে সবাইকে ওই এলাকা এড়িয়ে যাওয়ার অনুরোধ জানিয়েছে পুলিশ। সবগুলো জরুরী বিভাগ ঘটনাস্থলে কাজ করছে বলেও বিবৃতিতে জানানো হয়েছে। -বিবিসি।
×