ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

যাত্রা শুরু করল কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন বাংলা কিবোর্ড

প্রকাশিত: ০৪:২০, ২১ ফেব্রুয়ারি ২০১৮

যাত্রা শুরু করল কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন বাংলা কিবোর্ড

শাবি সংবাদদাতা ॥ যাত্রা শুরু করল কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন দেশের প্রথম বাংলা কিবোর্ড ‘একুশে বাংলা কিবোর্ড।’ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক বিশ্বপ্রিয় চক্রবর্তীর নেতৃত্বাধীন একটি টিম এ কিবোর্ড তৈরি করেন। নতুন এ কিবোর্ডে সংযুক্ত ফিচারগুলো হলো, ইংরেজী ‘কোয়ার্টি’ কিবোর্ডের বাংলা রূপান্তর, দ্রুত লেখার জন্য সুইপ পদ্ধতি, অসম্পূর্ণ বাক্যের পরবর্তী অংশের জন্য সাজেস্ট এবং ইমোজের ব্যবহার। মঙ্গলবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের আইআইসিটি ভবনের কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কম্পিউটার সায়েন্স এ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষকরা। পাঁচ সদস্যবিশিষ্ট টিমের অন্য সদস্যরা হলেন, সিএসই বিভাগের ১২-১৩ শিক্ষবর্ষের শিক্ষার্থী রনিত দেবনাথ আকাশ, উ খ্যই নু এবং শিক্ষবর্ষের ১৩-১৪ সদস্যের শিক্ষার্থী বুদ্ধ চন্দ্র বণিক ও গৌতম চৌধুরী। সংবাদ সম্মেলনে বিভাগের অধ্যাপক ড. জাফর ইকবালসহ অন্যান্য শিক্ষক, বিশ্ববিদ্যালয় ও সিলেটে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
×