ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

রিলায়েন্স ইন্স্যুরেন্সের ২৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা

প্রকাশিত: ০৬:০৮, ২০ ফেব্রুয়ারি ২০১৮

রিলায়েন্স ইন্স্যুরেন্সের ২৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত রিলায়েন্স ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদ বিনিয়োগকারীদের ৩১ ডিসেম্বর, ২০১৭ সমাপ্ত অর্থবছরের জন্য ২৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্য ১৫ শতাংশ নগদ এবং ১০ শতাংশ বোনাস লভ্যাংশ প্রদান করবে। বুধবার অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদ সভায় আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই লভ্যাংশ প্রদানের ঘোষণা দেয়। জানা যায়, সমাপ্ত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫.২৮ টাকা। যা এর আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৪.৫৩ টাকা। সে হিসেবে কোম্পানির ইপিএস বেড়েছে ০.৭৫ টাকা বা ১৬.৫৫ শতাংশ। একই সময়ে কোম্পানির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) হয়েছে ৬৪.৬৩ টাকা এবং শেয়ার প্রতি নগদ কার্যকর অর্থ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ১.২০ টাকা। এই লভ্যাংশ অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) আগামী ৩১ মার্চ ঢাকায় অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১২ মার্চ। -অর্থনৈতিক রিপোর্টার বাংলাদেশ চা প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে ইস্পাহানি টি লিমিটেডের চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক সালমান ইস্পাহানি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে দৃষ্টিনন্দন মোড়কের পুরস্কার গ্রহণ করেন
×