ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গাজায় ফের ইসরাইলী বিমান হামলা

প্রকাশিত: ০৪:৫০, ২০ ফেব্রুয়ারি ২০১৮

গাজায় ফের ইসরাইলী বিমান হামলা

ইসরাইলী যুদ্ধবিমানগুলো সোমবার সকালে অবরুদ্ধ গাজা উপত্যকায় হামাসের লক্ষ্যবস্তুতে আবারও হামলা চালিয়েছে। ফিলিস্তিনীদের ছোড়া একটি রকেট ইসরাইলের দক্ষিণাঞ্চলে পড়ার পর তারা এ হামলা চালায়। দেশটির সেনাবাহিনী একথা জানিয়েছে। এএফপি। ইসরাইল হামলার লক্ষ্যবস্তুগুলো সম্পর্কে বিস্তারিত জানায়নি। তবে ফিলিস্তিনের নিরাপত্তা সূত্র জানিয়েছে, উপকূলীয় ছিটমহলটির দক্ষিণাঞ্চলে অবস্থিত রাফার পূর্বে কৃষি ভূমিতে কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। ইসরাইলী সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, সকালের দিকে ইসরাইলে রকেট ছোড়ার জবাবে তাদের যুদ্ধবিমানগুলো দক্ষিণ গাজা উপত্যকার ভূগর্ভস্থ অবকাঠামোগুলো লক্ষ্য করে হামলা চালায়। তবে উভয় হামলায়ই হতাহতের কোন খবর পাওয়া যায়নি। ইয়েমেন পরিস্থিতির জন্য সৌদি আরব দায়ী ॥ তুরস্ক তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু বলেছেন, সৌদি আরব ও তার মিত্র দেশগুলোর হামলার কারণে ইয়েমেনে বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মিউনিখে নিরাপত্তা সম্মেলনের অবকাশে তিনি এ কথা বলেন। তুর্কি পররাষ্ট্রমন্ত্রী আরও বলেছেন, ইয়েমেন সঙ্কট সমাধানের জন্য চেষ্টা চালাতে হবে। এ ক্ষেত্রে আন্তর্জাতিক সমাজের সহযোগিতা প্রয়োজন। ইয়েমেনে হামলা বন্ধে আন্তর্জাতিক সমাজের পক্ষ থেকে উদ্যোগ নিতে হবে। ২০১৫ সালের মার্চ থেকে দারিদ্র্যপীড়িত ইয়েমেনে হামলা চালিয়ে আসছে সৌদি আরব ও তার মিত্র দেশগুলো। -ইয়াহু নিউজ
×