ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মাদক ছাড়ার অঙ্গীকারে এফিডেভিট

প্রকাশিত: ০৬:০৪, ১৯ ফেব্রুয়ারি ২০১৮

মাদক ছাড়ার অঙ্গীকারে এফিডেভিট

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ হেরোইন বিক্রি করত জহুরুল ইসলাম। হেরোইন সেবনও করত। দু’বছর আগে মাদকাসক্ত জনিত কঠিন ব্যাধিতে আক্রান্ত হয়ে সে মারা যায়। এরপর তার স্ত্রী আসমা আক্তার (৩৫) জড়িয়ে পড়ে মাদক বিক্রিতে। জেল জরিমানা হয়। সাজা শেষে ছাড়া পায়। তবে জীবনে কালিমা লেগে যায়। পুলিশের খাতায় নাম থাকায় হর হামেশাই তাকে গ্রেফতার করা হয। মাংস ব্যবসায়ী তার ভাই খোকনকেও মাদক বিক্রির অভিযোগে গ্রেফতার করে পুলিশ। জীবনের এই বিভীষিকাময় অধ্যায় থেকে নিস্তার পেতে তারা নোটারি পাবলিকের কাছে এফিডেভিট করে স্বাভাবিক জীবনে ফিরে আসার অঙ্গীকার করেছে। ওদের বাড়ি বগুড়া সদরের শহরদীঘি গ্রামে। আসমা আক্তার বলেন, তার চার মেয়ে এক ছেলে। তিন মেয়ের বিয়ে দিয়েছেন। দুই জামাতা সিএনজি চালিত অটোরিক্সা চালায়। একজন ব্যবসায়ী। বাকি এক মেয়ে এক ছেলে লেখাপড়া করছে। এই জীবন থাকার পরও তার দুর্নাম ঘুচছে না। তারা সাধারণ মানুষের মতো জীবন যাপন করার পরও পুলিশের খাতায় মাদক বেচাকেনার নাম থাকায় মাঝে মধ্যেই তাদের গ্রেফতার করা হয়। এখন তারা এফিডেভিট করেছে (নোটারি পাবলিকের কাছে)।
×