ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জমিতে দেয়াল নির্মাণে বাধা দেয়ায় দম্পতিকে পিটিয়ে আহত

প্রকাশিত: ০৪:৩৯, ১৯ ফেব্রুয়ারি ২০১৮

জমিতে দেয়াল নির্মাণে বাধা দেয়ায় দম্পতিকে পিটিয়ে আহত

নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ১৮ ফেব্রুয়ারি ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রতিপক্ষের লোকজন জোরপূর্বক জমিতে দেয়াল নির্মাণের চেষ্টায় বাধা দেয়ায় সাইফুল ইসলাম সমর ও রুবি বেগম নামে এক দম্পতিকে পিটিয়ে আহত ও শ্লীলতাহানির চেষ্টা চালিয়েছে বলেও অভিযোগ রয়েছে। এ ঘটনায় রবিবার সকালে স্ত্রী রুবি বেগম বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন। এ আগে, গত ১৫ ফেব্রুয়ারি উপজেলার কেয়ারিয়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত রুবি বেগম জানান, উপজেলার কেয়ারিয়া এলাকায় ১০৫ শতাংশ বুশরা ইসলাম নামে মহিলা ক্রয় করে তার সাইফুল ইসলাম সমরকে দেখাশোনার দায়িত্ব দেন। উপজেলার পানিয়াগ্রা এলাকার শফিকুল ইসলাম শফি, তারিকুল ইসলাম তারেক, মোগল, টেকনোয়দ্দা এলাকার আক্কাস মিয়া বেশকিছু দিন ধরে জমিটি জোরপূর্বক দখল করার চেষ্টা চালিয়ে আসছে। গত ১৫ ফেব্রুয়ারি প্রতিপক্ষের লোকজনসহ অজ্ঞাত ৭/৮ জন দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে জমিতে দেয়াল নির্মাণ করতে যায়। দেয়াল নির্মাণে বাধা দেয়ায় প্রতিপক্ষের লোকজন সাইফুল ইসলাম সমরকে লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন। সাইফুল ইসলাম সমরের ডাক চিৎকারে স্ত্রী রুবি বেগম বাঁচাতে এগিয়ে আসলে প্রতিপক্ষের লোকজন তাকেও লোহার রড দিয়ে পিটিয়ে আহত করেন। এক পর্যায়ে প্রতিপক্ষের লোকজন রুবি বেগমকে শ্লীলতাহানির চেষ্টা চালিয়েছে। তাদের ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে প্রতিপক্ষের লোকজন পালিয়ে যায়।
×