ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বৃত্তি নিয়ে চীনে উচ্চশিক্ষা

প্রকাশিত: ০৭:১৬, ১৮ ফেব্রুয়ারি ২০১৮

বৃত্তি নিয়ে চীনে উচ্চশিক্ষা

অর্থনৈতিক পরাশক্তি চীন। বর্তমানে সময়ে উচ্চশিক্ষার জন্য শিক্ষার্থীদের অন্যতম গন্তব্য এখন চীন। বাংলাদেশের শিক্ষার্থীরাও এ ক্ষেত্রে ব্যতিক্রম নয়। এ ছাড়া চীনের অনেক বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশী শিক্ষার্থীদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করছে। তবে অনেক শিক্ষার্থী সঠিক তথ্যের অভাবে হয়রানির শিকার হচ্ছেন। বর্তমানে চীনে এমবিবিএস, ইঞ্জিনিয়ারিং, অনার্স, মাস্টার্স এবং পিএইচডি কোর্সে পড়ার সুযোগ রয়েছে। বাংলাদেশ থেকে ইতোমধ্যে অনেক শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য চীনে পাড়ি জমিয়েছে। এর মধ্যে বেশির ভাগই এমবিবিএস কোর্সে। সাধারণত তাদের কোন স্কলারশিপ/বৃত্তি দেয়া হয় না। তবে, ভাল ফল করলে আংশিক বৃত্তি দেয়া পায়। এ বিষয়ে চীনে উচ্চশিক্ষা বিষয়ক কনসালটেন্সি ফার্ম সানজেন ইন্টারন্যাশনালের এমডি মনিরুল হক বলেন, ইঞ্জিনিয়ারিং এবং বিবিএম কোর্সে গত সেমিস্টারে টিউশন এবং হোস্টেল ফি ফ্রি তে শতাধিক শিক্ষার্থীদের চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তিতে সাহায্য করেছি। তিনি আরও বলেন, চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, তারা ভাল আছেন। সাধারণত এমবিবিএস, অনার্স, ইঞ্জিনিয়ারিং ছাড়াও অনেক শিক্ষার্থী মাস্টার্স ও পিএইচডি ডিগ্রী নিতে বৃত্তিসহ চীন পাড়ি জমান। এক্ষেত্রে তারা সরকারী বৃত্তি পেয়ে থাকেন। এজন্য একজন মাস্টার্স ও পিএইচডি শিক্ষার্থীকে টিউশন ফি, হোস্টেল ফি কোনটাই দিতে হয় না এবং চীন সরকার তাকে প্রতিমাসে আর্থিক সহয়ায়তা করে থাকে। এ বিষয়ে মনিরুল হক বলেন, চীনের সরকারী বৃত্তিতে যে কেউ সরাসরি আবেদন করতে পারে। এছাড়া শিক্ষার্থী সানজেন ইন্টারন্যাশনালের মাধ্যমেও চীনে সরকারী বৃত্তির জন্য আবেদন করতে পারেন। চীনে উচ্চশিক্ষা নিতে ভিসাজনিত জটিলতা কম। চীন থেকে উচ্চশিক্ষা গ্রহণ করে অনেক শিক্ষার্থী বিশ্বের অনেক দেশে সম্মানের সঙ্গে কাজ করছে বলে জানান মনিরুল হক। তিনি জানান, ২০১৮ সালে প্রচুর বৃত্তির সুযোগ রয়েছে। হাল নাগাদ তথ্য পেতে ভিজিট করতে পারেন িি.িভন.পড়স/ংধহমবহরহঃবৎহধঃরড়হধষ ও িি.িুড়ঁঃঁনব.পড়স/ংধহমবহরহঃধৎহবঃরড়হধষ আগ্রহী শিক্ষার্থীরা বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন : ৩৩ কাদের আর্কেড, সাইন্স ল্যাবরেটরি, ধানমণ্ডি , ঢাকা ১২০৬। ফোন: ০১৯১৩৫৪২৭৬৯।ww w.sangen.com.bd| হাবিবুর রহমান
×