ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রী আমাদের উজ্জীবনী প্রাণশক্তি ॥ চসিক মেয়র

প্রকাশিত: ০৫:৫৯, ১৮ ফেব্রুয়ারি ২০১৮

প্রধানমন্ত্রী আমাদের উজ্জীবনী প্রাণশক্তি ॥ চসিক মেয়র

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ নির্বাচনকে সামনে রেখে দলীয় আদর্শিক ঐক্যকে সুদৃঢ় করতে হবে। দলে প্রতিযোগিতা ও প্রতিদ্বন্দ্বিতা থাকবে। এটাই গণতন্ত্র। তবে তা যেন শিষ্টাচার বহির্ভূত না হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের উজ্জীবনী প্রাণশক্তি। তিনি দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তিনি যাকে নৌকা প্রতীক দেবেন তাকেই বিজয়ী করা আমাদের নৈতিক কর্তব্য। শনিবার চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠনের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত সম্মিলনী অনুষ্ঠানে কথাগুলো বলেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন। নগরীর আগ্রাবাদে একটি কনভেনশন হলে সংগঠনের সভাপতি হাসিনা মহিউদ্দিনের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী এবং নেতৃবৃন্দ। চসিক মেয়র বলেন, প্রয়াত জননেতা এবিএম মহিউদ্দিন চৌধুরী চট্টগ্রামে নারী শক্তির জাগরণ ঘটিয়েছেন। মোট জনসংখ্যার অর্ধেকই নারী। তাদের দলীয় অনুগত্যের আওতায় আনতে হবে। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী রাখতে হবে। মতভিন্নতা ভুলে আদর্শিক ঐক্য স্থাপনে তিনি সকলের প্রতি আহ্বান জানান।
×