ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিএনপির গণস্বাক্ষর কর্মসূচীতে ফখরুল

এ সরকার বেশি দিন টিকবে না, দ্রুত বিদায় নিতে হবে

প্রকাশিত: ০৪:৩০, ১৮ ফেব্রুয়ারি ২০১৮

এ সরকার বেশি দিন টিকবে না, দ্রুত বিদায় নিতে হবে

স্টাফ রিপোর্টার ॥ খালেদা জিয়ার মুক্তির দাবিতে গণস্বাক্ষর কর্মসূচী পালন করেছে বিএনপি। শনিবার বেলা ১১টায় নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচী উদ্বোধন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, বর্তমান সরকার গণবিচ্ছিন্ন হয়ে গেলেও ক্ষমতা আকড়ে ধরে রাখতে চাইছে। কিন্তু এ সরকার এভাবে ক্ষমতা ধরে রাখতে চাইলে বেশিদিন টিকতে পারবে না। খুব দ্রুত তাদের বিদায় নিতে হবে। আমরা আজ দেশের ইতিহাসে সবচেয়ে সঙ্কটময় মুহূর্তে উপস্থিত হয়েছি। এ দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব থাকবে কিনা, গণতন্ত্র টিকবে কিনা, দেশ আজ সে প্রশ্নের মুখোমুখি হয়েছে। তাই মানুষের গণতন্ত্র, নাগরিক ও মৌলিক অধিকার ফিরিয়ে দেয়ার আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন খালেদা জিয়া। তাকে মুক্ত করতে হবে। আর বসে থাকার সময় নেই। তিনি বলেন, সরকারী দল উস্কানি দিবে যাতে বিশৃঙ্খলা পরিবেশ তৈরি হয় আর সে সুযোগে তারা রাজনৈতিক সুবিধা নিতে পারে। আমরা তাদের সেই সুযোগ দেব না। দলের নেতাকর্মীদের শান্তপূর্ণ আন্দোলনে রাজপথে নামার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির গণস্বাক্ষর কর্মসূচী চলছে দেশব্যাপী। দলের নেতাকর্মীসহ যে কোন মানুষ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে এসে খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্বাক্ষর করতে পারবেন। ঢাকা ছাড়াও সারা দেশের জেলা, মহানগর ও উপজেলা সদরে একইসঙ্গে এ কর্মসূচী পালিত হচ্ছে। বিএনপি মহাসচিব বলেন, মানুষের গণতন্ত্র, নাগরিক ও মৌলিক অধিকার ফিরিয়ে দেয়ার আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন খালেদা জিয়া। তাকে মুক্ত করতে হবে। সবাই নিজেদের চেতনা জাগ্রত করুন, সমস্ত অন্যায় ও অপশক্তির বিরুদ্ধে শান্তিপূর্ণভাবে প্রতিবাদে সোচ্চার হোন। তবে রাজপথে নেমে কোন বিশৃঙ্খলা করবেন না। মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী। কিন্তু বর্তমান সরকার সাজানো মামলায় তাকে অন্যায়ভাবে নির্জন কারাগারে আটক করে রেখেছে। কারাগার থেকে তাকে মুক্ত করবার জন্য, দেশের হারিয়ে যাওয়া গণতন্ত্র মুক্ত করবার জন্য, মানুষের অধিকার ফিরিয়ে দেবার জন্য আমরা জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন করছি। সেই আন্দোলন আজ চূড়ান্ত পর্যায়ে। তার অংশ হিসেবে এই গণস্বাক্ষর কর্মসূচী, এ কর্মসূচী চলতে থাকবে। জনগণের উত্তাল প্রতিরোধের মুখে এই সরকারকে হটতে হবে। গণস্বাক্ষর কর্মসূচী অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, খালেদা জিয়ার মুক্তি এ দেশের গণতন্ত্রের মুক্তি, জনগণের মুক্তি। আমাদের নেত্রীকে অন্যায়ভাবে জেলে প্রেরণের পরে আমরা নিয়মতান্ত্রিক ও শান্তিপূূর্ণ আন্দোলন কর্মসূচী পালন করছি। এই গণস্বাক্ষর অভিযানে আমরা কোটি কোটি মানুষের স্বাক্ষর নিয়ে দেশে-বিদেশে প্রমাণ করতে চাই, খালেদা জিয়া এ দেশের সবচাইতে জনপ্রিয় নেত্রী। তাকে মুক্ত করার আন্দোলন করতে গিয়ে ধৈর্য ধরে সতর্ক অবস্থায় সবকিছু মোকাবেলা করতে হবে। ড. মোশাররফ বলেন, খালেদা জিয়ার মুক্তির আগে আমরা নির্বাচনের চিন্তা করছি না। খালেদা জিয়াকে মুক্ত করে বিএনপি নির্বাচনের দিকে অগ্রসর হবে। সরকারকে উদ্দেশ করে তিনি বলেন, আপনারা খালেদা জিয়াকে মাইনাস করার জন্য ষড়যন্ত্র করছেন। কিন্তু এ দেশের জনগণ আপনাদের সেই পরিকল্পনা বাস্তবায়ন হতে দেবে না। কারণ, যারা অতীতে মাইনাস টু ফর্মূলা বাস্তবায়ন করতে চেয়েছিল তারা দেশে থাকতে পারেনি। ইতিহাসের আস্থাকুড়ে নিক্ষিপ্ত হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, বিশ্বময় এটি একটি উত্তম গণতান্ত্রিক পন্থা। একটি দাবি আদায় করার জন্য জনগণের স্বাক্ষর গ্রহণ করা। এর চেয়ে ভাল শান্তিপূর্ণ কার্যকর কর্মসূচী আর হতে পারে না। বিএনপি শান্তিতে বিশ্বাস করে। গণতান্ত্রিক অধিকারে আদায়ে এবার আমরা দৃষ্টান্ত স্থাপন করব। এই গণতান্ত্রিক অধিকার শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে আদায় করা সম্ভব। আমরা সেই পথেই এগোচ্ছি। তিনি বলেন, এর মাধ্যমে আমরা আমাদের নেত্রীকে মুক্ত করে আনব। জনগণের অধিকার, ভোটের অধিকার ফিরিয়ে আনব। দেশে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার গঠন করা হলে আমরা নতুন করে গণতন্ত্রের চর্চা শুরু করব। দেশের মানুষ আবার শান্তিতে থাকতে পারবে। বিএনপির গণস্বাক্ষর কর্মসূচীতে আরও উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য বড. আবদুল মঈন খান, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, বরকত উল্লাহ বুলু, ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম- মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানী, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান, কণ্ঠশিল্পী বেবি নাজনীন প্রমুখ। স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস জানান, খালেদা জিয়ার মুক্তির দাবিতে ১০ লাখ গণস্বাক্ষর সংগ্রহের টার্গেট নিয়ে কমঅসূচী শুরু করেছে চট্টগ্রাম মহানগর বিএনপি। শনিবার সকালে নগর বিএনপির কার্যালয়ে এ কমসূচীর উদ্বোধন করা হয়। চট্টগ্রাম মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ানের সভাপতিত্বে গণস্বাক্ষর কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকার। আরও উপস্থিত ছিলেন দলের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় নেতা এ এম নাজিম উদ্দিন, নগর বিএনপির সহ-সভাপতি এম এ আজিজ, মোহাম্মদ মিয়া ভোলা, বিএনপি নেতা সাইফুল আলম, মোঃ নাজিম উদ্দিন প্রমুখ। বিএনপি নেতারা জানান, চট্টগ্রামের ১০ লাখ গণস্বাক্ষর সংগ্রহের লক্ষ্যে নেতাকর্মীরা মাঠে নেমেছে। এ জন্য এলাকাভিত্তিক নেতাকর্মীদের ফরম দেয়া হয়েছে। তারা কল-কারখানায়, স্কুল, বিশ্ববিদ্যালয় এবং হাট-বাজার ও জনবহুল স্থানে গিয়ে গণস্বাক্ষর সংগ্রহ করবেন। স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম জানান, খালেদা জিয়ার মুক্তির দাবিতে কুড়িগ্রামে গণস্বাক্ষর কর্মসূচী পালন করেছে কুড়িগ্রাম জেলা বিএনপি। সকালে কুড়িগ্রাম জেলা বিএনপি কার্যালয়’র সামনে এ গণস্বাক্ষর কর্মসূচী শুরু হয়। গণস্বাক্ষর কর্মসূচীতে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আবু বক্কর সিদ্দিক, সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তফা, সিনিয়র যুগ্ম-সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ, যুগ্ম-সম্পাদক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, সাংগঠনিক সম্পাদক নুর ইসলাম নুরু প্রমুখ। গণস্বাক্ষর কর্মসূচী সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে। নিজস্ব সংবাদদাতা, মাগুরা জানান, খালেদা জিয়ার মুক্তির দাবিতে মাগুরায় গণস্বাক্ষর কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। শহরের শহীদ মিন্টু সড়কে জেলা বিএনপি কার্যালয়ে এ গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচী অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সৈয়দ মোকাদ্দেস আলীর সভাপতিত্বে গণস্বাক্ষর কর্মসূচীতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আহসান হাবীব কিশোর। এ সময় বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন । নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও জানান, ঠাকুরগাঁওয়ের সাধারণ মানুষের কাছ থেকে গণস্বাক্ষর গ্রহণ করেছে জেলা বিএনপির নেতাকর্মীরা। বেলা ১১টা জেলা বিএনপির কার্যালয়ে বিএনপির নেতাকর্মীরা গণস্বাক্ষর দেয়ার মাধ্যমে এ কর্মসূচী শুরু করে। এ সময় জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীনসহ জেলা, উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরাসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে নেতাকর্মীরা শহরের সাধারণ মানুষ, দোকান, হোটেল-রেস্তোরা ও পথচারীদের কাছে গণস্বাক্ষর গ্রহণ করে। নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর জানান, লক্ষ্মীপুরে গণসাক্ষর কর্মসূচী পালন করেছে বিএনপি। সকালে শহরের উত্তর স্টেশন এলাকায় জেলা বিএনপি সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন সাবুর নেতৃত্বে এ কর্মসূচী পালন করা হয়। এ সময় জেলা উপস্থিত ছিলেন, জেলা বিএনপি সহ-সভাপতি ছায়েদুল ইসলাম চুট্টু, যুগ্ম-সম্পাদক এ্যাডভোকেট হারুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট হাসিবুর রহমান, জেলা যুবদল সভাপতি রেজাউল করিম লিটনসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ-সংগঠনের কয়েক শতাধিক নেতাকর্মী। নিজস্ব সংবাদদাতা, নবীনগর ব্রাহ্মণবাড়িয়া জানান, নবীনগরে বিএনপির দুই গ্রুপে গণস্বাক্ষর কর্মসূচী শুরু হয়েছে। বেলা ১১টায় ব্রাহ্মণবাড়িয়া নবীনগর পৌর এলাকার সমবায় সুপার মার্কেটের সামনে কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনিসুর রহমান মঞ্জু, পৌর বিএনপির সভাপতি মোঃ আবু ছায়েদ, গোলাম হোসেন খান টিটু, যুবদল নেতা ইকবাল হোসেন রাজু, গোলাম পৌর যুবদলের সভাপতি আলী আজ্জম, যুবদল নেতা দেলোয়ার হোসেন, ছাত্রদল সাধারণ সম্পাদক হযরত আলী, আশরাফুল হোসেন রুবেল প্রমুখ। অপর গ্রুপ নবীনগর বড় বাজারে গণস্বাক্ষর কর্মসূচীর উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক রাজিব আহসান পাপ্পু, উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও পৌর প্রশাসক মোঃ মলাই মিয়া, উপজেলা বিএনপি’র সহ-সভাপতি হাজী শাহ্ আলম, উপজেলা বিএনপি’র যুগ্ম-সাধারণ সম্পাদক ভিপি ওবায়দুল হক লিটন , পৌর বিএনপি’র যুগ্ম-সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, উপজেলা বিএনপি’র দফতর সম্পাদক মোঃ হুমায়ন কবীর, উপজেলা যুবদল যুগ্ম- আহ্বায়ক হাবিবুর রহমান হেলাল, আসাদুজ্জামান দুলাল, উপজেলা ছাত্রদল সাবেক সভাপতি আমির হোসেন বাবুল, উপজেলা সেচ্ছাসেবক দল সাবেক সভাপতি শাহনূর খাঁন আলমগীর প্রমুখ।
×