ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাউল সম্রাট শাহ আব্দুল করিম স্মরণে প্রামাণ্যচিত্র !

প্রকাশিত: ০৪:০১, ১৭ ফেব্রুয়ারি ২০১৮

বাউল সম্রাট শাহ আব্দুল করিম স্মরণে প্রামাণ্যচিত্র !

স্টাফ রিপোর্টার ॥ বাউল সম্রাট শাহ আব্দুল করিমের ১০২তম জন্মবার্ষিকী ছিল গত ১৫ ফেব্রুয়ারি। এ উপলক্ষে বাউল সম্রাটের জীবন-কর্ম নিয়ে একটি প্রামাণ্যচিত্র তৈরি করেছে ঈগল মিউজিক। প্রামাণ্যচিত্রের গ্রন্থনা ও পরিকল্পনা করেছেন সঙ্গীত শিল্পী সারোয়ার শুভ। এ প্রসঙ্গে ঈগল মিউজিকের চেয়ারম্যান কচি আহমেদ জানান, শাহ আব্দুল করিম ছিলেন একজন বহুমুখী প্রতিভার অধিকারী। তিনি অজস্র বাউল গান রচনা করেছেন। যা আজ সমানভাবে জনপ্রিয়। তিনি তার জীবদ্দশায় রাষ্ট্রীয়ভাবে সম্মাননা পেয়েছেন, যার মধ্যে একুশে পদক অন্যতম। আমরা তার জীবন-কর্ম প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দিতে সচেষ্ট। আর তাই আমরা মরমি এই কবিকে তার জন্মবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা জানাতেই তার জীবন এবং কর্ম নিয়ে একটি প্রামাণ্যচিত্রটি তৈরি করেছি, যার মাধ্যমে এখনকার তরুণ সমাজ বাউল সম্রাট সম্পর্কে অনেক অজানা তথ্য জানতে পারবে। আমরা বাউল গানের এই সাধক কবির প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি। এ প্রসঙ্গে বাউল পুত্র শাহ নুর জালাল করিম বলেন, বাবাকে নিয়ে এ রকম সুন্দর একটি পরিকল্পনা নিঃসন্দেহে অনেক ভাল একটি উদ্যোগ। এই ডকুমেন্টারিটি তৈরির কাজে সঙ্গীত শিল্পী সারোয়ার শুভ আমাদের বাড়িতে এসেছিলেন। এ রকম সুন্দর একটি উদ্যোগের জন্য আমার পক্ষ থেকে ঈগল মিউজিককে ধন্যবাদ । তারা তাদের এই চেষ্টায় প্রশংসার দাবি রাখে।
×