ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গসিপ

প্রকাশিত: ০৬:৩৪, ১৫ ফেব্রুয়ারি ২০১৮

গসিপ

নিঃসঙ্কোচ অভিনেত্রী আলেক্সান্দ্রা দাদ্দারিওকে সবাই চেনে একজন সুন্দরী মডেল এবং অভিনেত্রী হিসেবে। ‘পার্সি জ্যাকসন’ ফিল্ম সিরিজের আন্নাবেথ চেজ কিংবা ‘সান আন্ড্রিয়াস’ ছবির ব্লেক গিয়ানস অথবা ‘বেওয়াচ’-এর সামার কুইন চরিত্রগুলোতে অভিনয়ের সুবাদে এখন তার ব্যাপক পরিচিত দর্শকদের মধ্যে। এর বাইরে ‘টেক্সাস চেইন শ থ্রিডি’, ‘হল পাস’, ‘ টু ডিটেকটিভ’, ‘আমেরিকান হরর স্টোরির মতো জনপ্রিয় টিভি সিরিজগুলো আলেক্সান্দ্রাকে আরও কাছাকাছি নিয়ে এসেছে সবার। তার বাবা ছিলেন একজন চৌকস আইনজীবী। কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান হিসেবেও কাজ করেছেন। দাদাও ছিলেন একদার জনপ্রতিনিধি। তেমন একটি পরিবার থেকে আসা মেয়েটি অভিনয়ের সঙ্গে যুক্ত হয়ে ইতোমধ্যে যোগ্যতা প্রদর্শন করেছেন। গত বছর তাকে ‘বেওয়াচ’, ‘দ্য হাউজ’, ‘দ্য লেওভার ছবিগুলোতে দেখা গেছে। এ বছরেও আলেক্সান্দ্রার ‘হোয়েন উই ফার্স্ট মিট, ‘উই হ্যাড অলওয়েজ লিভড ইন দ্য ক্যাসেল’, ‘নোমিস’, ‘আই অ্যাম নট এ বার্ড’ ছবিগুলোতে দেখা যাবে। নিজের পর্দা ইমেজ নিয়ে তার তেমন অস্বস্তি কিংবা সঙ্কোচ নেই। ‘আমি সব ধরনের চরিত্রে অভিনয়ে স্বাচ্ছন্দ্য বোধ করি। অভিনীত চরিত্র নিয়ে আমার কোন সঙ্কোচ বা অস্বস্তি নেই, আমি মনে করি এটা আমর এক ধরনের যোগ্যতা’, সম্প্রতি এক সাক্ষাতকারে কথাগুলো বলেছেন আলেক্সান্দ্রা দাদ্দারিও। মাধুরীর প্রিয় নায়িকা ‘বাজিরাও মাস্তানি’র পর দীপিকা পাড়ুকোন আরেকটি ঐতিহাসিক পটভূমিকার ছবিতে অভিনয় করেছেন। এক্ষেত্রে তার দ্বিতীয় ছবিটি হলো ‘পদ্মাবতী’। বর্তমানে নানা বিতর্ক আর সমালোচনার মুখে ‘পদ্মাবতী’ প্রদর্শন স্থগিত হয়ে আছে। ঐতিহাসিক পটভূমিকার সিনেমার জন্য দীপিকা বেশ মানানসই। এক্ষেত্রে তার মতো যোগ্য আর কেউ হতে পারে না। এ ধরনের সিনেমায় তার উপস্থিতি আগামীতেও থাকবে আশা করি। এমন মন্তব্য করেছেন সিনিয়র অভিনেত্রী মাধুরী দীক্ষিত। সম্প্রতি এক সাক্ষাতকারে দীপিকার অভিনয়ের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন বলিউডের এক সময়ের শীর্ষ জনপ্রিয় এই অভিনেত্রী। দীপিকার অভিনয় তার ভীষণ পছন্দ, অকপটে স্বীকার করেছেন। এ ছাড়াও সমসাময়িক অভিনেত্রীদের মধ্যে প্রিয়াঙ্কা চোপড়া এবং আলিয়া ভাটের অভিনয়ও তার দারুণ ভাল লাগে জানিয়েছেন মাধুরী। তার মতো একজন বলিউড কিংবদন্তি নায়িকার প্রিয় অভিনেত্রী হতে পেরে দীপিকা, প্রিয়াঙ্কা এবং আলিয়া উচ্ছ্বসিত হয়েছে। আজকাল তাদের মাধুরীর আশপাশে খুব দেখা যাচ্ছে বিভিন্ন পার্টি এবং ফাংশনে।
×