ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ট্রাম্পের উদ্দেশে গেটস দম্পতি

নারীকে সম্মান করুন, দরিদ্রদের সাহায্য অব্যাহত রাখুন

প্রকাশিত: ০৬:২৭, ১৫ ফেব্রুয়ারি ২০১৮

নারীকে সম্মান করুন, দরিদ্রদের সাহায্য অব্যাহত রাখুন

বিশ্বের প্রথম সারির জনহিতৈষী দম্পতি বিল গেটস ও মেলিন্ডা গেটস মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশে বলেছেন, মানুষের প্রতি বিশেষ করে নারীদের প্রতি তিনি যেন সম্মান প্রদর্শন করেন এবং বিশ্ব নিরাপত্তার স্বার্থেই যেন গরিব দেশগুলোর প্রতি সাহায্য সহযোগিতা অব্যাহত রাখা হয়। খবর গার্ডিয়ান। গেটস দম্পতির জনকল্যাণকর প্রতিষ্ঠানের বার্ষিক উন্নয়ন প্রতিবেদনে মেলিন্ডা গেটস বলেন, আমি আশা করি যে, আমাদের শ্রদ্ধেয় প্রেসিডেন্ট যখন কথা বলেন বা টুইট করেন তখন মানুষকে বিশেষ করে নারীদের প্রতি আরেকটু শ্রদ্ধা প্রদর্শন করে বক্তব্য প্রদান করবেন। একই প্রতিবেদনে বিল গেটস এই মর্মে সতর্ক করেন যে, ট্রাম্প প্রশাসনের প্রস্তাবিত বাজেটে বৈদেশিক সাহায্য ও উন্নয়নমূলক তহবিলে যে ব্যাপক কাটছাঁট করা হয়েছেÑ তাতে বিশ্বের লাখ লাখ মানুষ সরাসরি মৃত্যুর দিকে ধাবিত হবে অথচ পর্যাপ্ত আর্থিক সাহায্য সহযোগিতা পেলে এই জীবনগুলোকে বাঁচানো সম্ভবপর ছিল। তিনি বলেন, মার্কিনী মহত্ত্ব বা বদান্যতা যদি অন্তর্নিহিত হয়ে যায়, এমন কী তাদের বাজেটে গরিব দেশগুলোর জন্য দশ ভাগ বরাদ্দও যদি কমিয়ে দেয়া হয়- তবে পরবর্তী দশকের মধ্যে প্রায় ৫০ লাখ মানুষের মৃত্যু হবে। গত বছর ট্রাম্প প্রশাসন বৈদেশিক সাহায্য খাতে ২০১৯ সালের প্রস্তাবিত বাজেটে কয়েক মিলিয়ন ডলার কাটছাঁট করার প্রস্তাব রেখেছিলÑ যা কংগ্রেসে উভয় দলের বিরোধিতায় বাতিল হয়ে যায়। বিল গেটস তার বক্তব্যে চলতি বছরের বাজেট প্রণয়নের সময় কংগ্রেসম্যানদের প্রতি একই রকম ভূমিকা রাখার আহ্বান জানান। আফ্রিকান দেশ বা আফ্রিকান বংশোদ্ভূত মানুষদের প্রতি ট্রাম্পের বিতৃষ্ণা বা ঘৃণার বহিঃপ্রকাশ ঘটেছে সম্প্রতি তার উচ্চারিত ‘শিটহোল’ শব্দ প্রয়োগের মাধ্যমে। দারিদ্র্য ও দুর্ভিক্ষ পীড়িত এই মহাদেশটিতে গৃহযুদ্ধ, মারামারি হানাহানি লেগেই আছে।
×