ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বগুড়ার পোড়াদহ মেলায় এক শ’কেজির বাঘা আইড়

প্রকাশিত: ০৩:৫৭, ১৫ ফেব্রুয়ারি ২০১৮

বগুড়ার পোড়াদহ মেলায় এক শ’কেজির বাঘা আইড়

সমুদ্র হক ॥ বগুড়ার চার শ’ বছরের ঐতিহ্যের পোড়াদহের মেলায় এবার ওঠে এক শ’ কেজি ওজনের বাঘা আইড় ও দশ কেজি ওজনের মিষ্টি। এবার মেলা বসেছে নির্দিষ্ট সময়ের পরে। স্থানও পরিবর্তন হয়েছে। মাঘের শেষ বুধবার এই মেলা বসে। মেলার স্থান নিয়ে সৃষ্ট জটিলতায় একটু দূরে মেলা বসে ফাল্গুন মাসের প্রথম বুধবার। এই দিনটি ভালবাসা দিবস হওয়ায় প্রণয়ের জুটি শুধু নগরী কেন্দ্রিক ছিল না। তরুণ-তরুণীদের অনেকে দিবসটি উদ্যাপন করে মেলায় গিয়ে। গ্রামের জুটিরাও সেজে আসে মেলায়। মেলাকে ঘিরে পুরো এলাকা ছিল সাজসাজ। নতুন ও পুরাতন জামাইদের নিমন্ত্রণ করা হয়। একদিনের মেলার আবহ টেনে নিয়ে যাওয়া হয় অন্তত এক সপ্তাহ। এই মেলার আরেক পরিচিতি সন্ন্যাসের মেলা। বহু যুগ আগে গারিদহ নদীর তীরে ছিল জোড়া বটবৃক্ষ। সেখানে দূর থেকে এসেছিলেন সন্ন্যাসীরা। এক কান দুই কান থেকে চার কান হয়ে দশ গ্রামে কথিত অলৌকিকত্ব ছড়িয়ে পড়ে। সন্ন্যাসীরা জপে বসতেন মাঘের শেষ মঙ্গলবার। পরের দিন বুধবার মেলা বসত। সন্ন্যাসীদের আশ্রমের মেলার নাম ছিল সন্ন্যাসের মেলা। পরবর্তী সময়ে এলাকার নাম অনুসারে হয় পোড়াদহের মেলা। নদী তীরের এই মেলায় উঠত বেশি ওজনের বড় মাছ। সেই ঐতিহ্য আজও আছে। বগুড়া নগরী থেকে প্রায় ২১ কিলোমিটার পূর্বে মহিষাবান ইউনিয়নের পোড়াদহ এলাকায় শুকনো নদীর মধ্যে এবার স্বল্প পরিসরের মেলাতেও এসেছিল বড় মাছ। ১শ’ কেজি ওজনের এক বাঘা আইড় মাছের দাম হাঁকা হয় এক লাখ টাকা। তবে জেলেরা এই মাছ কেটে বিক্রি করে এক হাজার টাকা কেজি দরে। এই মাছ ধরা হয় সারিয়াকান্দির যমুনা নদী থেকে। নানা ধরনের বড় মাছের আগমনে মেলা মাছের উৎসবে পরিণত হয়। এবারের মেলার আরেক বৈশিষ্ট্য ছিল ময়রারা বিভিন্ন ধরনের মাছ আকৃতির মিষ্টি বানিয়ে মেলায় আনে। মাছগুলো রসের মধ্যে এমন ভাবে রাখা হয় মনে হবে মিষ্টির মাছ ভাসছে জলে। দশ কেজি ওজনের একটি মিষ্টির দাম হাঁকা হয় চার হাজার টাকা। তবে এই মিষ্টি কেটে বিক্রি হয়নি। দেখা গেল ওই গ্রামে অতিথি হয়ে আসা এক জামাই ওই মিষ্টি কিনে নিয়ে যান শ্বশুরবাড়ি।
×