ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গীতিকবি রফিকউজ্জামানের জন্মদিনে আয়োজন

প্রকাশিত: ০৬:১১, ১১ ফেব্রুয়ারি ২০১৮

গীতিকবি রফিকউজ্জামানের জন্মদিনে আয়োজন

স্টাফ রিপোর্টার ॥ দেশবরেণ্য গীতিকবি ড. মোহাম্মদ রফিকউজ্জামানের ৭৫তম জন্মদিন আজ। এ উপলক্ষে গীতিকাব্য চর্চা কেন্দ্রের উদ্যোগে আজ বিকেল ৫টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সঙ্গীত ও নৃত্যকলা মিলনায়তনে বিশেষ আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দেশ বরেণ্য কবি আসাদ চৌধুরী। গীতিকাব্য চর্চা কেন্দ্রের সভাপতি মিল্টন খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রবীণ সঙ্গীতশিল্পী মুস্তাফা জামান আব্বাসী, কবি কেজি মোস্তফা, কবি জাহিদুল হক, কবি আবিদ আনোয়ার, সুরকার অনুপ ভট্টাচার্য, আবৃতিশিল্পী আশরাফুল আলম, গীতিকবি শহিদুল্লাহ ফরায়জী, কবি নাসির আহমেদ, সঙ্গীতশিল্পী এ্যান্ড্রু কিশোর, মোঃ রফিকুল আলম। আলোচনা করবেন শিল্পী সুবীর নন্দী, কনকচাঁপা, স ম শামসুল আলম, ড. তপন বাগচী, মনসুর আজীজ, হীরেন্দ্রনাথ মৃধা। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন ইন্দ্রমোহন রাজবংশী, রথীন্দ্রনাথ রায়, মোঃ খুরশিদ আলম, সুবীর নন্দী, মোঃ রফিকুল আলম, আবিদা সুলতানা, এ্যান্ড্রু কিশোর, ফকির আলমগীর, কিরণ চন্দ্র রায়, চন্দনা মজুমদার, কনকচাঁপা, আবু বকর সিদ্দিকী, লিনু বিল্লাহ, ফাহমিদা নবী, ফেরদৌস আরা, চম্পা বণিক, ইউসুফ আহমেদ খান, বিজন মিস্ত্রি, সুস্মিতা সেন প্রমুখ। অনুষ্ঠান উপস্থাপনা করবেন ঝুমু খান ও মনিরুজ্জামান পলাশ।
×