ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মাদ্রাসা সুপারের পদত্যাগ দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ০৪:২৪, ১১ ফেব্রুয়ারি ২০১৮

মাদ্রাসা সুপারের পদত্যাগ দাবিতে মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ১০ ফেব্রুয়ারি ॥ শনিবার বেলা ১১টায় মহাদেবপুর উপজেলার ‘ফতেপুর রাহমানিয়া দাখিল মাদ্রাসায়’ উৎকোচের বিনিময়ে ‘নিম্নমান সহকারী কাম কম্পিউটার অপারেটর’ পদে নিয়োগের চেষ্টার প্রতিবাদে, সুপার নজরুল ইসলামের পদত্যাগ ও মেধার ভিত্তিতে এলাকার শিক্ষিত যুবকদের নিয়োগের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। সচেতন এলাকাবাসীর ব্যানারে মাদ্রাসার সামনের রাস্তায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মাদ্রাসার সাবেক সভাপতি আলহাজ সামছুদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ম্যানেজিং কমিটির সদস্য সারেফুন, সাবেক সদস্য আফজাল হোসেন, এলাকাবাসী আকবর আলী, শরিফুল ইসলাম, মিজানুর রহমান প্রমুখ। ঠাকুরগাঁওয়ে আট জুয়াড়ি গ্রেফতার সংবাদদাতা, পীরগঞ্জ, ঠাকুরগাঁও, ১০ ফেব্রুয়ারি ॥ পীরগঞ্জ থানা পুলিশ শুক্রবার রাতে পাড়িয়া জুয়ার আসরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে অভিনব কায়দায় ৮ জুয়াড়িকে গ্রেফতার করেছে। ওই সময় সেখান থেকে ১২টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। পুলিশ জুয়ার আসরে অভিযান চালিয়ে শুকুর আলী, বাবুল হোসেন, সলেমান আলী, সামশুল হক, তফিজুল ইসলাম, রাজীব, আরিফ হোসেন ও বেলাল হোসেনকে গ্রেফতার করেছে। বেলাল হোসেনকে মাদক মামলা ও অপর ৭ আসামিকে জুয়ার মামলা দিয়ে শনিবার দুপুরে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।
×