ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সাবেক স্ত্রীকে নির্যাতনের অভিযোগ

পদত্যাগ করলেন ট্রাম্পের আরেক উপদেষ্টা

প্রকাশিত: ০৪:১৩, ১১ ফেব্রুয়ারি ২০১৮

পদত্যাগ করলেন ট্রাম্পের আরেক উপদেষ্টা

সাবেক স্ত্রীকে নির্যাতনের অভিযোগ ওঠার পর হোয়াইট হাউসের দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন ট্রাম্প উপদেষ্টা ডেভিড সোরেনসন। বক্তৃতালেখক সোরেনসন নিষ্ঠুর এবং অপমানজনক ব্যবহার করতেন বলে দাবি তার সাবেক স্ত্রীর। অভিযোগ অস্বীকার করলেও তিনি এ সপ্তাহের মধ্যেই পদ ছেড়ে দেবেন বলে জানিয়েছেন। খবর বিবিসির। এর আগে গত সপ্তাহে সাবেক দুই স্ত্রীকে নির্যাতন করার অভিযোগ ওঠায় হোয়াইট হাউসের দায়িত্ব ছাড়েন সেক্রেটারি অব স্টাফ রব পোর্টার। কয়েকদিনের মধ্যে একই ধরনের অভিযোগে হোয়াইট হাউসের দ্বিতীয় উপদেষ্টার পদ ছাড়ার এ ঘোষণা এলো। পোর্টারের বিরুদ্ধে অভিযোগ নিয়ে মার্কিন গণমাধ্যমগুলোতে এখনও শোরগোল চলছে। হোয়াইট হাউসের চীফ অব স্টাফ জন কেলি তার ডেপুটির নির্যাতনের অভিযোগ আগে থেকে জেনেও চুপ ছিলেন বলে দাবি সমালোচকদের। সেক্রেটারি অব স্টাফ তার সাবেক দুই স্ত্রীকে নির্যাতন করেছিলেন এমন অভিযোগের মধ্যেই মঙ্গলবার কেলি ৪০ বছর বয়সী পোর্টারের প্রশংসা করেন। সে সময় পোর্টারের নির্যাতনে চোখ কালো হয়ে যাওয়া সাবেক এক স্ত্রীর ছবি গণমাধ্যমগুলোতে ছাপা হয়েছিল। পোর্টারের হাত থেকে বাঁচতে অন্য সাবেক স্ত্রীকে সুরক্ষার আবেদন করতে হয়েছিল। হার্ভার্ড থেকে ডিগ্রী নেয়া, অক্সফোডের সাবেক রোডস স্কলার পোর্টার শুরু থেকেই সাবেক স্ত্রীদের আনা অভিযোগগুলো অস্বীকার করে আসছেন। শুক্রবার পোর্টারের উদ্দেশে মন্তব্যে তার জন্য শুভকামনা জানান প্রেসিডেন্ট ট্রাম্পও। উপদেষ্টার প্রশংসা করলেও অভিযোগ বিষয়ে কোন মন্তব্য না করায় প্রেসিডেন্টের বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন ডেমোক্র্যাটরা। সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, পোর্টারের বিরুদ্ধে ওঠা অভিযোগকে খাটো করে দেখেছেন ট্রাম্প। ‘এটা অনেকটা এ রকম, খুনী হলেও তিনি দারুণ চিত্রশিল্পী’ বলেন বাইডেন। পোর্টারের সঙ্গে সাম্প্রতিক সময়ে হোয়াইট হাউসের কমিউনিকেশন ডিরেক্টর হোপ হিকসের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বলে মার্কিন গণমাধ্যমগুলোর ভাষ্য। প্রাথমিক বিবৃতিতে হোয়াইট হাউস যে পোর্টারের পক্ষে অবস্থান নেয়, সে বিবৃতির খসড়াতে হিকসের হাত ছিল বলেও ধারণা তাদের। বিতর্কিত এ বিষয় সামলাতে কমিউনিকেশন ডিরেক্টরের কার্যক্রমে ট্রাম্প ‘অসন্তুষ্ট’ বলেও মার্কিন গণমাধ্যমগুলোর প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে। কেলি প্রথম দিকে প্রশংসা করলেও পরে দেয়া নতুন এক বিবৃতিতে পোর্টারের বিরুদ্ধে অভিযোগগুলোতে ‘মর্মাহত’ হওয়ার কথা জানান এবং বলেন, পারিবারিক নির্যাতন একেবারেই অগ্রহণযোগ্য।
×