ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

রামেক হাসপাতালে নতুন রেডিওথেরাপি মেশিন

প্রকাশিত: ০৮:৩৬, ১০ ফেব্রুয়ারি ২০১৮

  রামেক হাসপাতালে নতুন রেডিওথেরাপি মেশিন

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে সাড়ে ৩ বছর পর সংযোজন হলো ক্যান্সার রোগীদের জন্য নতুন ‘কোবাল্ট-৬০’ রেডিওথেরাপি মেশিন। ফলে এই অঞ্চলের ক্যান্সার রোগীদের রেডিওথেরাপির জন্য দুর্ভোগ কমে আসবে। জানা গেছে, সম্প্রতি রামেক হাসপাতালে এসে পৌঁছেছে রেডিওথেরাপির জন্য কোবাল্ট-৬০ মেশিন। এর আগে ২০১৪ সালের সেপ্টেম্বর মাসে আগের কোবাল্ট-৬০ রেডিওথেরাপি মেশিনটি নষ্ট হয়ে যায়। এতে করে এই অঞ্চলের ক্যান্সার রোগীরা চরম দুর্ভোগের মধ্যে পড়েন। মেশিন নষ্ট থাকায় এই অঞ্চলের অনেকেই রেডিওথেরাপি করাতে না পেরে মৃত্যুবরণ করেছেন। ক্যান্সার রোগীদের দুর্ভোগের কথা বিবেচনা করে সরকার এই হাসপাতালের জন্য নতুন রেডিওথেরাপি মেশিনটি বরাদ্দ করে। নতুন এই মেশিনটির মূল্য প্রায় ১০ কোটি টাকা। মেশিনটি চালু হলে এই অঞ্চলের রোগীদের রেডিওথেরাপির জন্য আর বাইরে যেতে হবে না। হাসপাতালের রেডিওথেরাপি বিভাগের প্রধান ডাঃ অসীম কুমার ঘোষ জানান, এই মেশিনটি না থাকায় কেমোথেরাপি দেয়ার পর অর্থাভাবে অনেক ক্যান্সার রোগী অন্যত্র গিয়ে রেডিওথেরাপি করাতে পারছিল না। পুরানোটির জায়গায় যত তাড়াতাড়ি সম্ভব এই নতুনটি মেশিন বসানো হলে ক্যান্সার আক্রান্ত রোগীদের আর সমস্যা থাকবে না।
×