ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এশিয়ান রিভিউ

গুগল আর চীনে যেতে রাজি নয়

প্রকাশিত: ০৭:১৬, ১০ ফেব্রুয়ারি ২০১৮

গুগল আর চীনে যেতে রাজি নয়

ম্যাপিং সেবা দিয়ে চীনে ব্যবসা ফেরানোর কথা অস্বীকার করেছে গুগল। সম্প্রতি নিকেই এশিয়ান রিভিউর প্রতিবেদনে বলা হয়, চীনের জন্য ম্যাপিং সেবার একটি সংস্করণ উন্মোচন করেছে গুগল। এছাড়া একটি ওয়েবসাইট এবং আইওএস এ্যাপও রাখা হয়েছে। এই প্রতিবেদনের দাবি অস্বীকার করেছে মার্কিন ওয়েব জায়ান্ট প্রতিষ্ঠানটি। ২০১০ সাল থেকে চীনে গুগলের সব সেবা ব্লক করে রাখা হয়েছে। গুগলের এক মুখপাত্রের বরাত দিয়ে জানা গেছে, ‘চীনের জন্য ম্যাপে কোন পরিবর্তন বা অন্য কোন ঘোষণা দেয়নি প্রতিষ্ঠানটি। অনেক বছর ধরেই দেশটিতে একটি ওয়েব সংস্করণ রয়েছে।’ অন্যান্য সেবা বন্ধ থাকলেও ২০১৭ সাল থেকে চীনা স্মার্টফোনগুলোর জন্য একটি ট্রান্সলেশন এ্যাপ সেবা দিয়ে আসছে গুগল। আগের মাসে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, বেজিংয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির দিকে লক্ষ্য করে একটি গবেষণা কেন্দ্র খোলা হবে। বেজিংয়ের গবেষকদের নিয়েই এআই ল্যাবটি চালু করা হবে। আর তাদের সমর্থন দেবেন গুগল প্রকৌশলীরা।
×