ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এবারের একুশে পদক পাচ্ছেন একুশজন

প্রকাশিত: ০৬:৪৪, ৯ ফেব্রুয়ারি ২০১৮

এবারের একুশে পদক পাচ্ছেন একুশজন

স্টাফ রিপোর্টার ॥ সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা একুশে পদকের জন্য মনোনীতদের নাম ঘোষণা করেছে সরকার। স্ব স্ব ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ২১ বিশিষ্ট ব্যক্তিকে এ পদক দেয়া হচ্ছে। বৃহস্পতিবার সংস্কৃতি মন্ত্রণালয় পদকের জন্য মনোনীতদের তালিকা প্রকাশ করে। ভাষা আন্দোলনে অবদানের জন্য মনোনীত হয়েছেন প্রয়াত আ জ ম তকীয়ুল্লাহ ও অধ্যাপক মির্জা মাজহারুল ইসলাম। অভিনয়ের জন্য পদক দেয়া হচ্ছে প্রয়াত হুমায়ুন ফরীদিকে। সমাজসেবায় পদক পাচ্ছেন নিরাপদ সড়ক আন্দোলনের সংগঠক ইলিয়াস কাঞ্চন। সঙ্গীতে অবদানের জন্য একুশে পদক পাচ্ছেন শেখ সাদী খান, সুজেয় শ্যাম, ইন্দ্র মোহন রাজবংশী, মোঃ খুরশীদ আলম ও মতিউল হক খান। নৃত্যে মীনু হক পাচ্ছেন একুশে পদক। নাটকে নিখিল সেন। চারুকলায় একুশে পদক পাচ্ছেন কালিদাস কর্মকার। আলোকচিত্রে এই পদক পাচ্ছেন গোলাম মুস্তাফা। সাংবাদিকতায় একুশে পদক পাচ্ছেন রণেশ মৈত্র, গবেষণায় প্রয়াত ভাষাসৈনিক অধ্যাপক জুলেখা হক, অর্থনীতিতে মইনুল ইসলাম, ভাষা ও সাহিত্যে নিজ নিজ অবদানের স্বীকৃতিস্বরূপ পদক পাচ্ছেন সৈয়দ মনজুরুল ইসলাম, সাইফুল ইসলাম খান, সুব্রত বড়ুয়া, রবিউল হুসাইন ও মরহুম খালেকদাদ চৌধুরী। আগামী ২০ ফেব্রুয়ারি রাষ্ট্রীয় অনুষ্ঠানে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
×