ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

সিডিসি থেকে ১ কোটি ৫০ লাখ ডলার ঋণ পেল আরএফএল ইলেক্ট্রনিক্স

প্রকাশিত: ০৪:১৯, ৯ ফেব্রুয়ারি ২০১৮

সিডিসি থেকে ১ কোটি ৫০ লাখ ডলার ঋণ পেল আরএফএল ইলেক্ট্রনিক্স

অর্থনৈতিক রিপোর্টার ॥ প্রাণ-আরএফএল গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান আরএফএল ইলেক্ট্রনিক্স লিমিটেডকে ১ কোটি ৫০ লাখ ডলার ঋণ সহায়তা দিচ্ছে যুক্তরাজ্যের বিনিয়োগ ও উন্নয়ন সংস্থা-সিডিসি। বিভিন্ন ধরনের ইলেক্ট্রনিক্স পণ্য উৎপাদনের লক্ষ্যে প্রয়োজনীয় যন্ত্রপাতি ক্রয়ে সাত বছর মেয়াদি এ ঋণ সহায়তা দেয়া হচ্ছে। বুধবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক (কর্পোরেট ফাইন্যান্স) উজমা চৌধুরী ও সিডিসির হেড অব কর্পোরেট (ঋণ) রিচার্ড পালমার এ বিষয়ে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। সিডিসির পাশাপাশি স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংক বাংলাদেশ আরএফএল ইলেক্ট্রনিক্সকে আরও ৩০ লাখ ডলার ঋণ সহায়তা দিচ্ছে। ফলে সব মিলে ১ কোটি ৮০ লাখ ডলার ঋণ সহায়তা পাচ্ছে আরএফএল ইলেক্ট্রনিক্স।
×