ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রাবিতে দুই বিভাগের দ্বন্দ্ব ॥ ফোকলোর সভাপতি অবরুদ্ধ

প্রকাশিত: ০৪:০০, ৯ ফেব্রুয়ারি ২০১৮

রাবিতে দুই বিভাগের দ্বন্দ্ব ॥ ফোকলোর সভাপতি অবরুদ্ধ

রাবি সংবাদদাতা ॥ শ্রেণীকক্ষ নিয়ে দুই বিভাগের শিক্ষার্থীদের বিবাদের জের ধরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ফোকলোর বিভাগের সভাপতিকে অবরুদ্ধ করে রেখেছে ওই বিভাগের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকাল নয়টা থেকে বিভাগের সভাপতি অধ্যাপক আখতার হোসেনের পদত্যাগের দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন করে তার কক্ষের সামনে অবস্থান নেয় শিক্ষার্থীরা। জানা গেছে, বুধবার বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাঈল হোসেন সিরাজী ভবনে ইতিহাস বিভাগের শিক্ষার্থীদের হট্টগোল করতে নিষেধ করায় ফোকলোর বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে কথা কাটাকাটি হয়। এ ঘটনায় ফোকলোর বিভাগের শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে ইতিহাস বিভাগের ব্যবহৃত ওই শ্রেণীকক্ষে তালা ঝুলিয়ে দেয়। বৃহস্পতিবার সকালে ইতিহাস বিভাগের শিক্ষার্থীরা ক্লাস করতে এলে ফোকলোর বিভাগের সভাপতি ওই শ্রেণীকক্ষের তালা খুলে দেন। এতে ক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জন করে সভাপতির কক্ষের সামনে অবস্থান নিলে তিনি অবরুদ্ধ হয়ে পড়েন। এসময় তারা বিবদমান কক্ষটি ফেরত চেয়ে সভাপতির পদত্যাগের দাবি করে। পরে সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এসে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের সুষ্ঠু সমাধানের আশ্বাস দিয়ে তাদের সরে যেতে বললেও শিক্ষার্থীরা অবস্থানে অনড় ছিলেন। ফোকলোর বিভাগের শিক্ষার্থীদের অভিযোগ, ইতিহাস বিভাগের শিক্ষার্থীরা ক্লাস করতে এসে হট্টগোল করে, ছাত্রীদের উত্ত্যক্ত করে। আমরা বিষয়টি সমাধানের জন্য সাময়িকভাবে ওই কক্ষে তালা লাগিয়ে দেই। কিন্তু বিষয়টি সমাধান না করেই বৃহস্পতিবার আমাদের সভাপতি তাদের পক্ষ নিয়ে সেই কক্ষের তালা খুলে দেন। এজন্যই আমরা সভাপতির পদত্যাগের দাবিতে অবস্থান নিয়েছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা অবস্থান ধর্মঘট পালন করব। জানতে চাইলে অবরুদ্ধ সভাপতি অধ্যাপক আখতার হোসেন বলেন, শিক্ষার্থীরা আমাকে সকাল থেকে অবরুদ্ধ করে রেখেছে। সমস্যা সমাধানের জন্য আমাকে তো বের হতে দিতে হবে! শিক্ষার্থীরা চাইলে আমি পদত্যাগ করব। নারায়ণগঞ্জে ১২শ’ কেজি জাটকা জব্দ স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ ফতুল্লার পাগলা কোস্টগার্ড স্টেশনের একটি টিম সুয়ারী ঘাট এলাকায় বুধবার রাতে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১২০০ কেজি অবৈধ জাটকা জব্দ করেছে। বৃহস্পতিবার বিকেলে পাগলার কোস্টগার্ড স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট এম এনায়েত উল্লাহ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান। আরও জানা যায়, জব্দকৃত জাটকাগুলো আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জেলা মৎস্য দফতরের মৎস্য জরিপ কর্মকর্তা শাহ মোহাম্মদ ফারুক হোসেনের কাছে হস্তান্তর করা হয়।
×