ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাউফলে ইয়াবা রেখে মাকে গ্রেফতার ॥ মেয়েকে নির্যাতন

প্রকাশিত: ০৪:২৭, ৮ ফেব্রুয়ারি ২০১৮

বাউফলে ইয়াবা রেখে মাকে গ্রেফতার ॥ মেয়েকে নির্যাতন

নিজস্ব সংবাদদাতা, বাউফল, ৭ ফেব্রুয়ারি ॥ একটি পরিবারকে ফাঁসাতে ইয়াবা রেখে মাকে গ্রেফতার ও তার কলেজ পড়ুয়া মেয়েকে শারীরিক নির্যাতন করা হয়েছে। আহত অবস্থায় ওই মেয়েকে বাউফল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাউফলের বগা ডাঃ ইয়াকুব শরীফ কলেজের ডিগ্রীর ছাত্রী সালমা আক্তার অভিযোগ করেন, এলাকায় কয়েক ব্যক্তির সঙ্গে তাদের পূর্ব বিরোধ রয়েছে। ইতোপূর্বে একবার তার বাবা আবদুস সালামকে ধরে বগা পুলিশ তদন্ত কেন্দ্রে নিয়ে হ্যান্ডকাপ পরিয়ে নির্যাতন করা হয়েছে। এ ঘটনায় তখন অভিযুক্তদের বিরুদ্ধে মামলাও করা হয়। মঙ্গলবার বিকেলে ৫-৭ জনের সাদা পোকাশধারী লোকজন আদাবাড়িয়া ইউনিয়েনর মাধবপুরে তাদের গ্রামের বাড়িতে গিয়ে পরিচয় না দিয়েই ঘরে ডুকে তল্লাশি চালায়। এক পর্যায়ে এক ব্যক্তি তার নিজের পকেট থেকে কাগজে মোড়ানো একটি পোটলা বেড় করে বলেন, পেয়েছি, ইয়াবা পেয়েছি। এসময় তারা আমার বাবাকে আটকের চেষ্টা করলে তিনি পালিয়ে যান। এরপর তারা আমার মা নাছিমা বেগমকে ধরে নিয়ে যাওয়ার সময় আমি তাদের পরিচয় চানতে চাই। এতে তারা ক্ষুব্ধ হয়ে লাঠি দিয়ে আমাকে এলোপাতাড়ি পেটাতে থাকে। আমি আত্মরক্ষার জন্য তাদের একজনের পা জড়িয়ে ধরলে, অন্য দুই জন এসে আমকে চুলের মুঠি ধরে টেনেহিঁচড়ে নিয়ে যায় এবং চড়থাপ্পড় মারে। এক পর্যায়ে আমি অসুস্থ হয়ে পড়লে তারা আমার মাকে নিয়ে চলে যায়। খবর পেয়ে আমার দাদা ও চাচারা আমাকে উদ্ধার করে ওই দিন রাত ৯ টার দিকে বাউফল হাসপাতালে ভর্তি করেন। কলেজছাত্রী সালমা আক্তারের চাচা আলমগীর জানান, এ ঘটনার পর তিনি বাউফল থানায় খবর নিয়ে জানতে পারেন জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ইমাদুল ইসলাম মিঠুনের নেতৃত্বে বাড়িতে অভিযান চালানো হয়ছে। তিনি ২৪ পিস ইয়াবা উদ্ধার দেখিয়ে তার ভাই আবদুস সালাম ও ভাবি নাছিমা বেগমের বিরুদ্ধে একটি মামলা করেছেন। এ মামলায় বুধবার সকালে নাছিমা বেগমকে জেলহাজতে পাঠানো হয়েছে। তিনি দাবি করেন, প্রতিপক্ষরা তার ভাই ও পরিবারের লোকজনকে ফাঁসানোর জন্য জেলা মাদ্রকদ্রব নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালককে ম্যানেজ করে ইয়াবা উদ্ধারের নাটক করা হয়েছে।
×