ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

শাহজালাল ফার্টিলাইজারের সার উৎপাদন বন্ধ

প্রকাশিত: ০৫:৫৯, ৭ ফেব্রুয়ারি ২০১৮

শাহজালাল ফার্টিলাইজারের সার উৎপাদন বন্ধ

স্টাফ রিপোর্টার সিলেট অফিস ॥ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দেয়ায় সিলেট ফেঞ্চুগঞ্জ শাহজালাল ফার্টিলাইজার কোম্পানির সার উৎপাদন ব্যবস্থা বন্ধ হয়ে পড়েছে। জালালাবাদ গ্যাস কোম্পানি মঙ্গলবার কারখানাটির গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে। ফেঞ্চুগঞ্জ শাহজালাল ফার্টিলাইজার ফ্যাক্টরির ব্যবস্থাপনা পরিচালক মনিরুল ইসলাম জানান, সারকারখানা কর্তৃপক্ষের আপত্তি থাকা সত্ত্বেও জালালাবাদ গ্যাস তাদের গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়। সার উৎপাদন বন্ধ হয়ে যাওয়ায় প্রতিদিন কমপক্ষে দুই কোটি টাকার লোকসান গুনতে হবে কারখানাকে। জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে সেচ প্রকল্পে গ্যাস সরবরাহের চাপ থাকায় ফার্টিলাইজার ফ্যাক্টরির গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়া হয়েছে। দ্রুত গ্যাস সরবরাহ না করলে বিশাল আর্থিক ক্ষতির মুখে পতিত কারখানাটি। উল্লেখ্য, শাহজালাল সারকারখানার উৎপাদন শুরুতে ২০১৬-১৭ অর্থবছরে লোকসান হয় ২১৮ কোটি টাকা। এদিকে কর্মহীন হয়ে পড়া শ্রমিকরা যাতে উত্তেজনা সৃষ্টি না করে যে জন্য সারকারখানায় পুলিশ অবস্থান নিয়েছে। উৎপাদন বন্ধের সত্যতা নিশ্চিত করে শাহজালাল ফার্টিলাইজার কোম্পানির ব্যবস্থাপক (জিএম-অপারেশন) সুনীল চন্দ্র দাস বলেন, মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়। এরপর থেকেই কারখানার উৎপাদন বন্ধ রয়েছে। তিনি জানান, এটি সরকারের বিদ্যুত, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত। মূলত গ্যাসের স্বল্পতার চাপ কমাতেই এমন সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়। এর আগে একই কারণে জামালপুরের যমুনা সারকারখানার গ্যাস সংযোগও বিচ্ছিন্ন করা হয়েছিল। উৎপাদন কতদিন বন্ধ থাকতে পারে এমন প্রশ্নের জবাবে সুনীল চন্দ্র দাশ বলেন, এটি অনির্ধারিত। সরকার গ্যাস সংযোগ পুনরায় চালু করলে আবার উৎপাদন শুরু হবে। ২০১২ সালে সিলেটের ফেঞ্চুগঞ্জে ৫৪০৯ কোটি টাকা ব্যয়ে শাহজালাল সারকারখানার নির্মাণ কাজ শুরু হয়। ২০১৫ সালের আগস্টে এই কারখানার পূর্ণাঙ্গ উৎপাদন শুরুর কথা থাকলেও ঐ বছরের সেপ্টেম্বর থেকে এখানে পরীক্ষামূলক উৎপাদন শুরু হয়। একই বছরের শেষদিকে বাণিজ্যিক উৎপাদন শুরু করে কারখানাটি। প্রথম বছরেই উৎপাদন লক্ষ্যমাত্রা পূরণ হয় এ কারখানায়। তবে উৎপাদনে লক্ষ্যমাত্রা পূরণ হলেও গত অর্থবছরে ২১৮ কোটি টাকা লোকসান হয়েছে গ্যাসভিক্তিক এ সারকারখানায়।
×