ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ফেসবুক বলবে আর্থিক অবস্থার খবর!

প্রকাশিত: ০৫:৫৩, ৭ ফেব্রুয়ারি ২০১৮

ফেসবুক বলবে আর্থিক অবস্থার খবর!

বিশ্বে প্রায় প্রতিদিনই নিত্যনতুন প্রযুক্তি আবিষ্কৃত হচ্ছে, আর মানুষ সে সকল প্রযুক্তিকে নিজেদের প্রয়োজনে ব্যবহার করছেন। কোন কোন প্রযুক্তি আছে, যেগুলোর প্রতি মানুষের একটু বিশেষ আগ্রহ থাকে। সামাজিক যোগাযোগ মাধ্যম তাদের অন্যতম। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর মধ্যে ফেসবুক প্রায় সব দিক দিয়ে ব্যবহারকারীর মন জয় করে চলছে। প্রতিষ্ঠনটি এবার ব্যবহারকারীর আর্থ-সামাজিক অবস্থা নিয়ে কাজ করছে। কর্তৃপক্ষ জানিয়েছে, ব্যবহারকারী সে যেই হোক না কেন, ফেসবুক তাদের আর্থিক ও সামাজিক বিষয় নির্ণয় করতে সক্ষম হবে। তারা এ লক্ষ্যে এখন কাজ করে চলেছেন। তাই ব্যবহারকারী ব্যক্তিটি ধনী না গরিব এবার তা বলে দিতে পারবে ফেসবুক। জানা গেছে, এ বিষয়ে তথ্য সংগ্রহের জন্য একটি পেটেন্টের আবেদন করেছে প্রতিষ্ঠানটি। এই প্রযুক্তির সহায়তায় ব্যবহারকারীর আর্থ-সামাজিক অবস্থান জানা যাবে বলে ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে। প্রতিষ্ঠানটি ব্যবহারকারীদের মূলত তিন ভাগে বিভক্ত করেছে। যার মধ্যে রয়েছে: শ্রমিক, মধ্যবিত্ত ও উচ্চবিত্ত শ্রেণী। মূলত ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য, শিক্ষাগত যোগ্যতা, সম্পত্তির মালিকানা ও ইন্টারনেট ব্যবহারের মাত্রা প্রভৃতি তথ্য বিশ্লেষণ করে তার অবস্থান নির্ধারণ করা হবে। এদিকে এই প্রযুক্তির মাধ্যমে সুনির্দিষ্টভাবে ব্যবহারকারীদের কাছে বিজ্ঞাপন পৌঁছে দেবে ফেসবুক। কর্তৃপক্ষ জানায়, ব্যবহারকারীদের আর্থ-সামাজিক অবস্থান জানতে বেশকিছু তথ্য জানতে চাওয়া হবে। -সিনেট ও আইএএনএস
×