ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভোমরা স্থলবন্দরে অনির্দিষ্টকালের জন্য আমদানি রফতানি বন্ধ

প্রকাশিত: ০৬:৪৯, ৬ ফেব্রুয়ারি ২০১৮

ভোমরা স্থলবন্দরে অনির্দিষ্টকালের জন্য আমদানি রফতানি বন্ধ

অর্থনৈতিক রিপোর্টার ॥ সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে সোমবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য আমদানি-রফতানি বন্ধ রয়েছে। ঘোজাডাঙ্গা কাস্টমসের সহকারী কমিশনারের অশোভন ও অন্যায় সিদ্ধান্তের প্রতিবাদে সিএ্যান্ডএফ কর্মচারী ও ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশন এ ধর্মঘাটের ডাক দিয়েছে। ভারতের ঘোজাডাঙ্গা সিএ্যান্ডএফ এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মিহির কান্তি ঘোষ জানান, ভারতের সিএ্যান্ডএফ ব্যবসায়ীরা জি-কার্ডধারী। তারা সব সময় বন্দরে আসতে না পারায় অনুমতিপত্র দিয়ে এইচ-কার্ডধারীদের মাধ্যমে ব্যবসা পরিচালনা করে আসছে। হঠাৎ করে ঘোজাডাঙ্গা কাস্টমসের সহকারী কমিশনার প্রদীপ কুমার ঘোষ এইচ কার্ডধারীদের (অনুমতিপত্র) মানতে নারাজ। ঘোজাডাঙ্গা কাস্টমসের সহকারী কমিশনারের অন্যায় সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ঘোজাডাঙ্গা সিএ্যান্ডএফ কর্মচারী ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশন এ ধর্মঘটের ডাক দিয়েছে। ব্যবসায়ীদের দাবি না মানা পর্যন্ত এ ধর্মঘট চলবে।
×