ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পুলিশ পাঁচ দিনে ৫ শ’ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ॥ রিজভী

প্রকাশিত: ০৪:১৯, ৫ ফেব্রুয়ারি ২০১৮

পুলিশ পাঁচ দিনে ৫ শ’  নেতাকর্মীকে গ্রেফতার  করেছে ॥ রিজভী

স্টাফ রিপোর্টার ॥ পাঁচ দিনে পুলিশ সারাদেশে বিএনপির ৫০০ নেতাকর্মী গ্রেফতার করেছে বলে অভিযোগ করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রবিবার দুপুরে রাজধানীর নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। তিনি অবিলম্বে গ্রেফতার হওয়া বিএনপি নেতাকর্মীদের মুক্তি দাবি করেন। রিজভী বলেন, সরকার দুরন্ত গতিতে তাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিয়ে বেপরোয়া গ্রেফতার অভিযান চালিয়ে যাচ্ছে। শনিবার নির্বাহী কমিটির বৈঠকের পরও ৩৫ জন নেতাকর্মীকে পুলিশ আটক করেছে। পুলিশ বাহিনীকে উদ্দেশ্য করে তিনি বলেন, স্বাধীন দেশে বিরোধী দলের ওপর পুলিশের উন্মত্ত হামলা তো মানুষকে সেই পাক হানাদার বাহিনীর নৃশংসতার কথাই স্মরণ করিয়ে দেয়। রিজভী বলেন, আওয়ামী লীগের পক্ষে অবস্থান নেয়ায় পুলিশের নিরপেক্ষতা এখন জনগণের কাছে হাস্যকর জায়গায় এসে ঠেকেছে। পুলিশকে দলীয় স্বার্থে ব্যবহার করে এ বাহিনীকে নষ্ট করে দেয়া হয়েছে। খালেদা জিয়ার মামলার রায়ের প্রসঙ্গে তিনি বলেন, এখানে সরকারের প্রতিশোধ স্পৃহার প্রতিফলন ঘটে নাকি ন্যায়বিচার হয় সেটিই এখন অবলোকন করার বিষয়। ন্যায়বিচার হলে খালেদা জিয়ার বিরুদ্ধে কোনো নেতিবাচক সিদ্ধান্ত হবে না। রিজভী বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন গণগ্রেফতার নয়, সন্ত্রাসী ধরা হচ্ছে আর এতে পুলিশের প্রতি মানুষের ভালবাসা বাড়ছে। স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতে চাই দেশের বরেণ্য রাজনীতিবিদ, আইনজীবী, ছাত্র, যুবক ও নারীসহ বিএনপি ও বিরোধীদলের অসংখ্য নেতাকর্মীদের ধরার জন্য চিরুনি অভিযান, আটক ও বাসায় বাসায় হামলার পরও ভালবাসা বাড়ছে? গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যার কথা বাদই দিলাম। হায় সেলুকাস! রিজভী বলেন, ‘সরকারের অঙ্গ সংগঠনের’ ভূমিকা পালন করেছে বলেই স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের প্রতি মানুষের ভালবাসার কথা বলছেন।
×