ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাউফলে প্রধান শিক্ষককে মারধর করলেন ম্যানেজিং কমিটির সভাপতি

প্রকাশিত: ০৪:০০, ৪ ফেব্রুয়ারি ২০১৮

বাউফলে প্রধান শিক্ষককে মারধর করলেন ম্যানেজিং কমিটির সভাপতি

নিজস্ব সংবাদদাতা, বাউফল, ৩ ফেব্রুয়ারি ॥ বাউফলের কাছিপাড়া ইউনিয়নের পাকডাল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোঃ আবু জাফরকে বিদ্যালয়ে গিয়ে মারধর করেছেন ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাদিকুর রহমান টিপু। শনিবার সকালে এ ঘটনা ঘটে। শিক্ষক, শিক্ষাার্থীদের চোখের সামনে এ ঘটনায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। আহত ওই শিক্ষককে বাউফল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। জানা গেছে, ওই বিদ্যালয়ের ক্ষুদ্র মেরামতের জন্য সরকার ৪৪ হাজার টাকা বরাদ্ধ দেয়। এর মধ্যে বিদ্যালয়ের সভাপতি সাদিকুর রহমান টিপু ৩২ হাজার টাকা ধার বাবদ নেয়। প্রধান শিক্ষক বিদ্যালয়ের মেরামত কাজ শেষ করে টিপুর কাছে ধারের টাকা ফেরত চাইলে তিনি ক্ষুব্ধ হন। শনিবার বেলা ১১টার দিকে টিপু এবং তার কয়েকজন সহযোগী নিয়ে ওই বিদ্যালয়ের লাইব্রেরি রুমে এসে প্রধান শিক্ষককে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। একপর্যায়ে সভাপতি টিপু তাকে এলোপাতাড়ি কিল ঘুষি ও লাথি মারেন। এ খবর পেয়ে টিপুর বড় ভাই টিটু এসেও তাকে পুনরায় মারধর করে বিদ্যালয় থেকে বের করে দেন। ঘটনার সময় কয়েকজন শিক্ষক ও শিক্ষিকা প্রধান শিক্ষককে রক্ষা করতে এগিয়ে এলে তাদেরকেও গালিগালাজ করা হয়। এ ঘটনায় শিক্ষকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে বাউফল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান ফিরোজ বলেন, একজন প্রবীণ শিক্ষককে এভাবে মারধর করার ঘটনায় পুরো শিক্ষক সমাজকে অপদস্ত করা হয়েছে। তিনি ওই সভাপতির অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আবদুল্লাহ আল মাহমুদ জামান বলেন, আমি একটি লিখিত অভিযোগ পেয়েছি। ওই সভাপতির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।
×