ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

লিবীয় উপকূল থেকে ৩৬২ অভিবাসন প্রত্যাশী উদ্ধার

প্রকাশিত: ০৩:৫১, ৪ ফেব্রুয়ারি ২০১৮

লিবীয় উপকূল থেকে ৩৬২ অভিবাসন প্রত্যাশী উদ্ধার

লিবিয়ার পশ্চিম উপকূলে তিন দফা পৃথক অভিযান চালিয়ে দেশটির কোস্টগার্ড সদস্যরা ৩৬২ জন অবৈধ অভিবাসীকে উদ্ধার করেছে। শুক্রবার দেশটির নৌবাহিনীর মুখপাত্র এ কথা জানান। খবর সিনহুয়ার। নৌবাহিনীর মুখপাত্র আইয়ুব কাশেম বলেন, ‘পৃথকভাবে তিন দফা অভিযান চালিয়ে কোস্টগার্ড টহল দল বিভিন্ন দেশের ৩৬২ জন অবৈধ অভিবাসীকে উদ্ধার করেছে।’ কাশেম জানান, ত্রিপোলির প্রায় ১২০ কিলোমিটার পূর্বে আল-খোমস নগরীর উপকূলে প্রথম দফা অভিযান চালানো হয়। সেখান থেকে ৮৯ জন অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। ত্রিপোলির প্রায় ১২০ কিলোমিটার পশ্চিমে আবু কাম্মাশ শহর উপকূলে দ্বিতীয় দফা অভিযান চালানো হয়। সেখানে থাকা দুটি ভাঙ্গা নৌযান থেকে ২৫০ জন অভিবাসীকে উদ্ধার করা হয়। তাদের ত্রিপোলি নৌঘাটিতে পাঠানো হয়েছে। পরে তাদের সেখান থেকে অবৈধ অভিবাসন বিরোধী বিভাগের তাজুরা হাউজিং সেন্টারে স্থানান্তর করা হয়। তিনি আরও জানান, আবু কাম্মাশ শহরের প্রায় ৮০ কিলোমিটার উত্তরে তৃতীয় দফা অভিযান চালানো হয়। সেখানে একটি ছোট নৌকা থেকে ২৩ জন অভিবাসীকে উদ্ধার করা হয়।
×