ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দেশে ভোটার ১০ কোটি ৪১ লাখ

প্রকাশিত: ০৫:৫৮, ১ ফেব্রুয়ারি ২০১৮

দেশে ভোটার ১০ কোটি ৪১ লাখ

স্টাফ রিপোর্টার ॥ বছর শেষে দেশে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১০ কোটি ৪১ লাখ, ৪২ হাজার, ৩৮১জন। মোট ভোটারের মধ্যে পুরুষ ভোটার রয়েছে ৫ কোটি ২৫ লাখ ১২ হাজার ১০৫জন। মহিলা ৫ কোটি ১৬ লাখ ৩০ হাজার ২৭৬জন। মোট ভোটারের মধ্যে শতকরা ৪৯.৫৮ ভাগ মহিলা ভোটার এবং শতকরা ৫০.৪২ ভাগ পুরুষ ভোটার রয়েছে। বুধবার নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব হেলালুদ্দিন আহমদ এক সংবাদ সম্মেলনে হালনাগাদ কার্যক্রম ২০১৭ এর চূড়ান্ত তালিকা প্রকাশ করেন। এতে উল্লেখ করা হয় শুধুমাত্র ২০১৭ সালের হালনাগাদে ভোটার বেড়েছে ২৭ লাখ ১ হাজার ৭৮০জন। বৃদ্ধির হার শতকরা ২.৬৬ ভাগ। এবারে মৃত ভোটারের নাম কর্তন করা হয়েছে ১৭ লাখ ৪৮ হাজার ৯৩৪জনের। এর আগে গত ২ জানুয়ারি প্রকাশিত খসড়া তালিকায় প্রকাশ করা হয়। ওই তালিকায় দেশে ভোটার সংখ্যা দেখানো হয়েছিল ১০ কোটি ৪০ লাখ ৫১ হাজার ৮৮৩জন। খসড়া তালিকা প্রকাশ করার পরও ভোটার সংখ্যা বেড়েছে ৯০ হাজার ৪৯৮জন। সংবাদ সম্মেলনে ইসি সচিব বলেন, যে কেউ ইচ্ছে করলে সারা বছরই ভোটার হতে পারবেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করার আগ পর্যন্ত যারা ভোটার হবেন- তারা সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন। নির্বাচনে অংশও নিতে পারবেন। প্রবাসী বা অসুস্থতার জন্য কেউ ভোটার হতে না পারলে তাদেরকে ভোটার হওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দিয়ে থাকে কমিশন। কমিশন চায় না কেউ ভোটার হওয়া থেকে বঞ্চিত থাকুক। তফসিল ঘোষণার পরও নির্বাচন কমিশনের অনুমতি নিয়ে ভোটার হওয়ার সুযোগ রয়েছে বলেও উল্লেখ করেন।
×