ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জাপানের ভার্চুয়াল কারেন্সি এক্সচেঞ্জ থেকে ৫৩ কোটি ডলার চুরি

প্রকাশিত: ০৪:৩১, ৩০ জানুয়ারি ২০১৮

জাপানের ভার্চুয়াল কারেন্সি এক্সচেঞ্জ থেকে ৫৩ কোটি ডলার চুরি

হ্যাকিংয়ের মাধ্যমে জাপানের একটি বৃহত্তম ভার্চুয়াল কারেন্সি এক্সচেঞ্জ থেকে ৫৩ কোটি ডলার চুরি হয়েছে। এর পরপরই ভার্চুয়াল কারেন্সি এক্সচেঞ্জ ‘নেম’র সব মুদ্রার লেনদেন বন্ধ করে দেয় কয়েনচেক। তবে এখনও চালু রয়েছে বিট কয়েনের লেনদেন। ডিজিটাল কারেন্সির জগতে এটিই সবচেয়ে বড় হ্যাকিংয়ের ঘটনা। বিষয়টি এখন তদন্ত করছে দেশটির পুলিশ ও ফিন্যান্স সার্ভিস এজেন্সি। বর্তমানে ক্রিপ্টো-কারেন্সির জগতে দরদামের দিক দিয়ে ১০ নম্বরে আছে নেম। হ্যাকিংয়ের ঘটনায় কমে গেছে এ ভার্চুয়াল মুদ্রার দর। দরপতন হয়েছে বিট কয়েনসহ শীর্ষস্থানীয় ভার্চুয়াল মুদ্রারও। -অর্থনৈতিক রিপোর্টার
×