ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

কক্সবাজারে আশ্রয় ক্যাম্প পরিদর্শনকালে ;###;প্রেসিডেন্ট জোকো উইদোদো

রোহিঙ্গা সঙ্কট সমাধানে বাংলাদেশের পাশেই থাকবে ইন্দোনেশিয়া

প্রকাশিত: ০৫:২৫, ২৯ জানুয়ারি ২০১৮

রোহিঙ্গা সঙ্কট সমাধানে বাংলাদেশের পাশেই থাকবে ইন্দোনেশিয়া

মোয়াজ্জেমুল হক/ এইচএম এরশাদ ॥ রবিবার দুপুরে উখিয়ায় রোহিঙ্গা আশ্রয় ক্যাম্প পরিদর্শনে এসে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো ও তার সফরসঙ্গী দল বিস্মিত হয়ে যান। মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে নানামুখী নির্যাতনে পালিয়ে আসা রোহিঙ্গা নর-নারীদের সঙ্গে কথা বলে তিনি আবেগাপ্লুত হয়ে যান। এ সময় পরিদর্শনকালে তিনি গণমাধ্যম কর্মীদের বলেন, রোহিঙ্গা ইস্যুটি আন্তর্জাতিক ইস্যু। রোহিঙ্গাদের সমস্যা সমাধানে ইন্দোনেশিয়া সর্বদা বাংলাদেশ সরকারের পাশেই থাকবে। অসহায় লাখ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেয়ায় ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট বাংলাদেশ সরকারের ভূয়সী প্রশংসা করেন। দুপুর ১২টায় একটি বিশেষ বিমানে ইন্দোনেশীয় প্রেসিডেন্ট কক্সবাজারে পৌঁছান। বিমানবন্দর থেকে সরাসরি উখিয়ার জামতলী রোহিঙ্গা ক্যাম্পে যান। এ সময় তার সঙ্গে দু’দেশের উচ্চপর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সঙ্গে ছিলেন জোকো উইদোদোর স্ত্রী ইরিয়ানা জোকো উইদোদো। প্রেসিডেন্টের সফরকালে নিñিদ্র নিরাপত্তা বলবৎ ছিল। গত বছর ৫ সেপ্টেম্বর বাংলাদেশ সফরে এসেছিলেন ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেতনো মারসুদি। রোহিঙ্গা সঙ্কট শুরু থেকেই ইন্দোনেশিয়া শক্তিশালী অবস্থান গ্রহণ করে আছে। ইন্দোনেশিয়াই মিয়ানমারকে দক্ষিণ পূর্ব এশিয়ার জোট আশিয়ানের সদস্য করতে জোরালো ভূমিকা পালন করে। সফরকালে ইন্দোনেশীয় প্রেসিডেন্ট মিয়ানমারের ওপর সরাসরি চাপ সৃষ্টির কোন কথা না বললেও তার দেশের জনগণ অসহায় রোহিঙ্গাদের নাগরিকত্বসহ যাবতীয় সমস্যার ব্যাপারে সোচ্চার ভূমিকায় রয়েছে। উল্লেখ্য, ২০০৩ সালের পর বাংলাদেশে ইন্দোনেশীয় কোন প্রেসিডেন্টের এটাই প্রথম সফর। রবিবার বিকেলেই তিনি কক্সবাজার ত্যাগ করেন। আবার যেন ফিরে আসতে না হয় ॥ রোহিঙ্গা আশ্রয় শিবিরে প্রত্যাবাসন প্রশ্নে নানামুখী জল্পনাকল্পনা অব্যাহত রয়েছে। তবে প্রধান বিষয়টি উঠে এসেছে ফিরে গেলে যেন পুনরায় এদেশে আসতে না হয়। মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে এসে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের স্বদেশ প্রত্যাবাসনের বিষয়টি বিশ্ব চাপের মুখে যতই আলোচিত হচ্ছে, ততই রোহিঙ্গারা দোটানায় মধ্যে রয়েছে। কেননা, রাখাইন রাজ্যের পরিস্থিতি এখনও রোহিঙ্গাদের নিরাপত্তাধীনে বসবাসের অনুকূলে আসেনি। রোহিঙ্গারা তাদের নিরাপত্তা ও নাগরিকত্ব নিয়ে ক্যাম্প অভ্যন্তরে মানববন্ধন ও বিক্ষোভ করেছে। অস্ত্রসহ প্রত্যাবাসনবিরোধী রোহিঙ্গা যুবক গ্রেফতার ॥ প্রত্যাবাসনে ইচ্ছুক রোহিঙ্গা নেতা ইউসুফ হত্যাকা-ের সঙ্গে জড়িত মোঃ মহিবুল্লাহ নামে এক সন্ত্রাসী রোহিঙ্গাকে অস্ত্রসহ গ্রেফতার করেছে র‌্যাব। শনিবার রাতে বালুখালী অস্থায়ী রোহিঙ্গা ক্যাম্পের ব্লক ‘এ’ র ৩১ নম্বর বাসা থেকে ওই রোহিঙ্গা যুবককে গ্রেফতার করা হয়।
×