ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিমানের ঢাকা সৈয়দপুর ফ্লাইটের জরুরী অবতরণ

প্রকাশিত: ০৫:১২, ২৯ জানুয়ারি ২০১৮

বিমানের ঢাকা সৈয়দপুর ফ্লাইটের জরুরী অবতরণ

স্টাফ রিপোর্টার ॥ উড্ডয়নের পর পরই ব্যাগেজ ডোর নষ্ট হওয়ার দরুন জরুরী অবতরণ করতে হয়েছে বিমানের ঢাকা সৈয়দপুর ফ্লাইটকে। রবিবার বেলা সাড়ে বারোটায় এ ঘটনা ঘটে। এ কারণে বিমানের সব অভ্যন্তরীণ রুটের ফ্লাইট বিলম্বের শিকার হয়। বিমান সূত্র জানিয়েছে, ঢাকা থেকে সৈয়দপুরের উদ্দেশে ওই উড়োজাহাজ (ড্যাশ-৮) উড্ডয়নের পর ক্যাপ্টেন নওয়াজ যখন ল্যান্ডিং গিয়ার টানেন, তখনই রেড সিগন্যাল ভেসে ওঠে। এতে উড়োজাহাজের পেছনের ব্যাগেজ ডোর নষ্ট হওয়ার সিগন্যাল ধরা পড়ে। তিনি তাৎক্ষণিক যাত্রা বাতিল করে হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন। এরপর যাত্রীদের নামিয়ে এনে বিমানবন্দরে অপেক্ষায় রাখা হয়। বিকল উড়োজাহাজটিকে নিয়ে যাওয়া হয় হ্যাঙ্গারে। এদিকে অপর একটি ড্যাশ-৮ দিয়ে অভ্যন্তরীণ সব রুটের ফ্লাইট অপারেট করার দরুন সিডিউল বিপর্যয় দেখা দেয়। যে কারণে বিকেল ৪টার যশোর ফ্লাইট রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত ঢাকা ছাড়তে পারেনি। অন্যান্য রুটের ফ্লাইটও বিলম্বের শিকার হয়।
×