ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

লালমনিরহাটে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ॥ আহত ৫

প্রকাশিত: ০৪:১৫, ২৯ জানুয়ারি ২০১৮

লালমনিরহাটে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ॥ আহত ৫

নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট, ২৮ জানুয়ারি ॥ জেলার পাটগ্রাম উপজেলার ছাত্রলীগের নতুন কমিটি গঠন করাকে কেন্দ্র করে শনিবার রাত ৮টায় পাটগ্রাম উপজেলা সদরস্থ চৌরঙ্গিরমোড় ও বাইপাস ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। এই সময় কয়েকটি দোকানে ভাংচুর হয়। উভয় গ্রুপের ৫ নেতাকর্মী আহত হয়েছে। জানা গেছে, নতুন কমিটির সভাপতি সাফিন আহম্মেদ পায়েল ও সাধারণ সম্পাদক রাজু আহম্মেদের সমর্থকরা একটি আনন্দ মিছিল বের করে। আনন্দ মিছিলটি পাটগ্রাম উপজেলা সদরস্থ চৌরঙ্গিরমোড় ও বাইপাস এলাকায় এলে পূর্বে থেকে জমায়েত থাকা পাটগ্রাম উপজেলা ছাত্রলীগের পুরাতন কমিটির সভাপতি আকতারুল ইসলাম সুমন ও সাধারণ সম্পাদক সাঈদুল ইসলাম স্বপন সমর্থকরা মিছিলে বাধা দেয়। এতে করে দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়া ও সংঘর্ষের সৃষ্টি হয়। ঘটনার এক পর্যায়ে নতুন কমিটির সভাপতি পায়েল ও রাজুর সমর্থকরা পালিয়ে যায়। পরবর্তীতে রাত ৯টায় পায়েল ও রাজুর সমর্থকরা সংগঠিত হয়ে পুনরায় আনন্দ মিছিল বের করে। তখন উভয়ের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।
×