ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

এএফসি কাপ প্লে-অফ বাছাই

কঠিন লক্ষ্য পূরণে মালে গেল সাইফ স্পোর্টিং

প্রকাশিত: ০৬:৪৫, ২৮ জানুয়ারি ২০১৮

কঠিন লক্ষ্য পূরণে মালে গেল সাইফ স্পোর্টিং

স্পোর্টস রিপোর্টার ॥ ঘরের মাঠে বাগে পেয়েও প্রতিপক্ষকে হারানো যায়নি। চার চারবার পোস্টে লাগিয়েও হতে হয়েছে গোলবঞ্চিত। শেষ পর্যন্ত দুর্ভাগ্যের হার। এবার খেলা প্রতিপক্ষের মাঠে। ফলাফল কী হবে? আর যাই হোক জেতাটা যে খুবই কঠিন তাতে কোন সন্দেহ নেই। কিন্তু সবকিছুকে একপাশে সরিয়ে রেখে আত্মবিশ্বাস নিয়েই মালদ্বীপের রাজধানী মালে যাত্রা করেছে বাংলাদেশের ফুটবল দল সাইফ স্পোর্টিং ক্লাব লিমিটেড। সেখানে তারা আগামী ৩০ জানুয়ারি এএফসি কাপের কোয়ালিফাইং রাউন্ডের প্লে-অফে মুখোমুখি হবে (ফিরতি ম্যাচে) মালদ্বীপের ট্রাস্ট এ্যান্ড কেয়ার ফুটবল ক্লাবের (টিসি স্পোর্টস)। হোম ম্যাচে গত ২৩ জানুয়ারি ঢাকায় টিসি স্পোর্টসের কাছে ০-১ গোলে হেরে যায় সাইফ। অথচ ওই ম্যাচে সাইফ জিততে পারতো কমপক্ষে তিন-চার গোলে। এখন পরের রাউন্ডে (বাছাইপর্বে) যেতে হলে সাইফকে শুধু জিতলেই হবে না জিততে হবে কমপক্ষে দুই গোলের ব্যবধানে (যেমন ২-০, ৩-১, ৪-২, ৫-৩, ৬-৪)। ড্র করলে বিদায়। ১-০ গোলে জিতলে খেলতে হবে বাড়তি সময়। প্রি-প্লে অফ বাধা টপকালে ভারতের ব্যাঙ্গালুরু এএফসি ও ভুটানের ট্রান্সপোর্ট ইউনাইটেডের মধ্যকার বিজয়ী দলের বিপক্ষে প্লে-অফ খেলবে সাইফ। ওই ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে ১৩ ও ২০ ফেব্রুয়ারি। মালেতে ফিরতি ম্যাচ খেলতে মালদ্বীপের পথে সাইফ স্পোর্টিং ক্লাব শনিবার দুপুর একটায় ঢাকা ছাড়ে। গত ২৩ জানুয়ারি ঘরের মাঠে সাইফ খেলাতে পারেনি তাদের অতিথি খেলোয়াড় চট্টগ্রাম আবাহনীর তৌহিদুল আলম সবুজকে। প্রথম বাবা হওয়ার কারণে এ স্ট্রাইকার ছুটিতে ছিলেন। সাইফের ইংলিশ ফরোয়ার্ড চার্লি শেরিংহাম এবং মোহামেডান থেকে ধার নেয়া নাইজিরিয়ান এনকোচা কিংসলের সঙ্গে সবুজ যোগ হওয়ায় দলটির ফরোয়ার্ড লাইন আরও শক্তিশালী হবে। এএফসি কাপ ২০১৮’র প্লে অফ বাছাইয়ে প্রথমবারের মতো খেলছে বাংলাদেশ পেশাদার লীগের নবাগত ক্লাব সাইফ স্পোর্টিং। আন্তর্জাতিক অঙ্গনে এটাই তাদের প্রথম ম্যাচ। টিসি স্পোর্টস বাংলাদেশে এর আগেও খেলেছে। ভাগ্যবান সাইফ-সমর্থক মালে যাচ্ছেন ॥ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে গত ২৩ জানুয়ারি সাইফ-টিসি স্পোর্টস ম্যাচ উপলক্ষে দর্শকদের মাঠে টানতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছিল সাইফ স্পোর্টিং। দর্শকদের তারা বিনামূল্যে টিকেট সংগ্রহ করে খেলা দেখার সুযোগ করে দেয়। সেই সঙ্গে সংগৃহীত টিকেট ও কুপনের ড্রয়ে আকর্ষণীয় পুরস্কারও দেয়। র‌্যাফেল ড্রতে পুরস্কার বিজয়ী প্রথম তিনজন মালদ্বীপে তিনদিন তিন রাত ঘুরে আসার সুযোগ পেয়েছেন। কিউই-পাকিস্তান টি২০ ফয়সালা আজ স্পোর্টস রিপোর্টার ॥ ম্যাঙ্গানিউয়ে নিউজিল্যান্ড ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচ সিরিজের শেষ টি২০ আজ। ওয়ানডেতে সফরকারীদের ৫-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করার পর ৭ উইকেটের আয়েশি জয়ে প্রথম টি২০তেও সেই ধারা অব্যাহত রাখে কিউইরা। কিন্তু যে ব্যাটসম্যানরা একের পর এক লজ্জায় ডুবিয়েছিল সেই তারাই জ্বলে উঠলে দ্বিতীয় টি২০তে এসে সফরে প্রথম সাফল্যের স্বাদ পায় পাকিরা। অকল্যান্ডে ২০১/৪ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়া সরফরাজ আহমেদের জয় ৪৮ রানে। অঘোষিত ফাইনাল হয়ে ওঠা শেষ লড়াইয়ে আগের ওই ম্যাচটাই অতিথিদের আত্মবিশ্বাস যোগাবে। অন্যদিকে অকল্যান্ডের ভুল শুধুরে স্বরূপে ফিরতে চাইবে কিউরা। সেই ওয়ানডে সিরিজের শুরু থেকে একের পর এক যেভাবে প্রতিপক্ষকে বিধ্বস্ত করেছে, উইলিয়ামসনের দল চূড়ান্ত ফয়সালাও সেটিরই পুনরাবৃত্তি করতে চাইবে।
×