ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঝুঁকিপূর্ণ পরিবেশে চিকিৎসা চলছে হাজারীবাগ হাসপাতালে

প্রকাশিত: ০৪:৩৮, ২৭ জানুয়ারি ২০১৮

ঝুঁকিপূর্ণ পরিবেশে চিকিৎসা চলছে হাজারীবাগ হাসপাতালে

নড়বড়ে, ভাঙ্গাচোরা ভবনেই চলছে রাজধানীর হাজারীবাগের সরকারী বহির্বিভাগ চিকিৎসালয়ের কার্যক্রম। এতে ঝুঁকিপূর্ণ পরিবেশেই চিকিৎসা নিচ্ছেন রোগীরা। তবে চিকিৎসালয়টির দ্রুত সংস্কারের কথা জানালেন ঢাকার সিভিল সার্জন। খসে পড়েছে পলেস্তোরা, বেরিয়ে পড়েছে ভবনের ইট-রডের কঙ্কাল। ভবনটি যে ঝুঁকিপূর্ণ এটি সিটি করপোরেশন বুঝেছে বেশ আগেই- বসবাসের অযোগ্য সাইনবোর্ডও সেঁটে দিয়েছে। কিন্তু সরকার মনে করছে, এমন অনিরাপদ ভবনেই চলতে পারে হাজারিবাগ বহির্বিভাগের চিকিৎসা। তাই তো বছরের পর পর ধরে এই ঝুঁকিপূর্ণ ভবনেই চিকিৎসা নিচ্ছেন স্থানীয়রা। রাজধানীতে এমন বহির্বিভাগ চিকিৎসালয় আছে সতেরোটি। সবগুলোই চলছে কোন রকম জোড়াতালি দিয়ে। এর মধ্যে হাজারীবাগের এই চিকিৎসালয়টির অবস্থাই সবচেয়ে শোচনীয়। ভাঙ্গাচোরা এই ভবনটিতেই প্রতিদিন দেড় শ থেকে দুই শ রোগীকে সেবা দেন এর চিকিৎসকরা। এর নাজুক অবস্থার কথা জানেন ঢাকার সিভিল সার্জনও। সরকারের উচ্চ পর্যায়ে এটি সংস্কারের আবেদন ঝুলে আছে বলে জানালেন তিনি। রাজধানীতে এমন বহির্বিভাগ চিকিৎসালয়গুলো সংস্কার করার পাশাপাশি এর সংখ্যা বাড়ান গেলে সরকারী স্বাস্থ্যসেবা আলাদা গতি পাবে বলে মনে করছেন সিভিল সার্জন। -স্টাফ রিপোর্টার
×