ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

শান্তিনিকেতনে বঙ্গলোকের ‘রূপচাঁন সুন্দরীর পালা’

প্রকাশিত: ০৪:৩০, ২৭ জানুয়ারি ২০১৮

 শান্তিনিকেতনে বঙ্গলোকের ‘রূপচাঁন সুন্দরীর  পালা’

স্টাফ রিপোর্টার ॥ বঙ্গলোকের প্রথম প্রযোজনা ‘রূপচাঁন সুন্দরীর পালা’। ইতোমধ্যে নাটকটি ৫৩টি মঞ্চায়ন হয়েছে। সায়িক সিদ্দিকী রচিত, নির্দেশিত এবং অভিনীত এই নাটকের ৫৪তম শো হবে আগামী ৩০ জানুয়ারি শান্তিনিকতনে। শান্তিনিকেতনের বালিপাড়া শান্তালি ভিলেজে আয়োজিত ‘দ্বিতীয় আন্তর্জাতিক নটি বিনোদিনী’ থিয়েটার ফেস্টিভেলে এই নাটকের বিশেষ মঞ্চায়ন হবে বলে জানা গেছে। স্থানীয় থিয়েটার গ্রুপ দল আয়োজিত তিন দিনব্যাপী এই উৎসব শুরু হবে ২৮ জানুয়ারি আর শেষ হবে ৩০ জানুয়ারি। উৎসবের শেষ দিন বিকেল ৪-১০ মিনিটে বাংলাদেশের এই জনপ্রিয় পালাভিত্তিক মঞ্চ প্রযোজনার বিশেষ প্রদর্শনী হবে। এ প্রদর্শনীতে অংশ নিতে ১০ সদস্যের বঙ্গলোকের একটি প্রতিনিধিদল আগামীকাল রবিবার ভারতের উদ্দেশে ঢাকা ত্যাগ করবে বলে জানা গেছে। টিমে রয়েছেন সায়িক সিদ্দিকী, তানভীর হোসাইন সামদানী, রাজীব রাজ, রবিন বসাক, জিয়াউল হক, সোহাগ, সত্যব্রত মিঠুন, তন্ময় ঘোষ, পলাশ হেনড্রি সেন ও বিশ্বজিৎ বৈরাগী। ‘রূপচাঁন সুন্দরীর পালা’ নাটকে সুন্দরী রূপচানের সঙ্গে সুজনের প্রেমের করুণ পরিণতি নাটকের মূল উপজীব্য। পালার কাহিনীতে দেখা যায় গ্রামের এক ১৬ বছরের সুন্দরী কন্যা রূপচাঁন। যার প্রণয় হয়েছিল মজলিশপুর গ্রামের ছেলে সুজনের সঙ্গে। প্রণয়ের শেষ পরিণতি হিসেবে তাদের বিয়ে হয়। বিয়ের রাত রূপচাঁনের জীবনে হয়ে দাঁড়ায় কাল-রাত। বাসর রাতেই রূপচাঁনের সৎ মা তার ভাইপো সেফা মিয়ার পরামর্শে সুজনকে বিষ মিশানো সরবত খাইয়ে রূপচাঁনকে তুলে নিতে সাহায্য করে। বিষের যন্ত্রণায় ছটফট করতে করতে বাসর ঘরেই মারা যায় সুজন। এই দিকে রূপচাঁনের বাবাকে মেরে রূপচাঁনকে তুলে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে সেফা মিয়া। ধর্ষণের শিকার রূপচাঁন সেফা মিয়ার ঘরে রাখা ছুড়ি দিয়ে নিজেই আত্মহত্যা করে। প্রসঙ্গত, বঙ্গলোক নাট্যদলের প্রথম প্রযোজনা ‘রূপচাঁন সুন্দরীর পালা’ নাটকটি ২০১৪ সালের মে মাসে প্রথম মঞ্চে আসে। পালাটি রচিত হয়েছে বৃহত্তর ময়মনসিংহ কিশোরগঞ্জের ভাষায়। ওই এলাকার ঐতিহ্যবাহী পালার আঙ্গিকের সঙ্গে মিল রেখে এ নাটকটি রচনা করা হয়েছে। নাটকে সায়িক সিদ্দিকী অন্য অভিনেতার প্রাণবন্ত অভিনয় দর্শকদের মাতিয়ে রাখে। নাটকটির মাধ্যমে বেশ পরিচিতি পেয়েছে বঙ্গলোক ও এর কর্মীরা।
×