ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মোটরসাইকেল চুরির সময় চোরকে হাতেনাতে ধরে ফেললেন ফটোসাংবাদিক

প্রকাশিত: ০৬:০১, ২৬ জানুয়ারি ২০১৮

মোটরসাইকেল চুরির সময় চোরকে হাতেনাতে ধরে ফেললেন ফটোসাংবাদিক

স্টাফ রিপোর্টার ॥ দিন-দুপুরে মোটরসাইকেল চুরি করে পালানোর সময় সাহসিকতার সঙ্গে দৌড়ে এক চোরকে জনগণের সহায়তায় হাতেনাতে ধরে ফেলেছেন দৈনিক জনকণ্ঠ পত্রিকার ফটোসাংবাদিক জসিম উদ্দিন। বৃহস্পতিবার দুপুর সাড়ে তিনটার দিকে জাতীয় প্রেসক্লাব ও সচিবালয়ের মাঝামাঝি লিংক রোডে ঘটনাটি ঘটে। ফটোসাংবাদিক জানান, তিনি তার মোটরসাইকেলটি ফুটপাথের পাশে রেখে অদূরে চায়ের দোকানে চা পান করছিলেন। এ সময় একজন তার মোটরসাইকেলের তালা ভেঙ্গে মাথায় হেলমেট দিয়ে বসে পড়ে। নকল চাবি দিয়ে মোটরসাইকেলটি স্টার্ট দিয়েই দ্রুতগতিতে সচিবালয়ের দিকে রওনা হয়। ঘটনাটি দেখেই তিনি চোরের পিছু নেন। আর চোর চোর বলে চিৎকার করতে থাকেন। চোরের পিছু পিছু দৌড়াতে থাকেন। চোর মোটরসাইকেলটি সচিবালয়ের কাছে গেলে সেখানে একটি মাইক্রোবাস আচমকা এসে পড়লে চোর মোটরসাইকেলের গতি কমাতে বাধ্য হয়। এক পর্যায়ে মোটরসাইকেল ফেলেই দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে তিনি জনতার সহায়তায় মোটরসাইকেল চোরকে হাতেনাতে ধরে ফেলতে সক্ষম হন। তাকে শাহবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। রমনা বিভাগের উপকমিশনার মারুফ হোসেন সরদার জনকণ্ঠকে জানান, ওই চোরের মাধ্যমে অন্য চোরদের গ্রেফতারের চেষ্টা চলছে। ঘটনাটি বিশেষ গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।
×