ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঢাকায় লেনদেন কমলেও বেড়েছে চট্টগ্রামে

ব্যাংকিং খাতের ওপর ভর করে বাড়ল সূচক

প্রকাশিত: ০৪:৪২, ২৬ জানুয়ারি ২০১৮

ব্যাংকিং খাতের ওপর ভর করে বাড়ল সূচক

অর্থনৈতিক রিপোর্টার ॥ ব্যাংকিং খাতের শেয়ারের দাম বাড়ার ওপর ভর করে সপ্তাহের শেষ দিনে দেশের দুই পুঁজিবাজারে সূচক বেড়েছে। বৃহস্পতিবার দিনের লেনদেন শুরুর পর থেকেই সূচক বাড়তে থাকে। মাঝে কিছুটা কমলেও দিন শেষে সূচক ইতিবাচক রেখেই দিন শেষ হয়। এদিন সূচক বাড়লেও কমে গেছে লেনদেন হওয়া বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম। তবে ব্যাংকিং খাতের ৯০ শতাংশ শেয়ারের দাম বেড়েছে। ব্যাংক, ওষুধ ও রসায়ন এবং প্রকৌশল সবচেয়ে বেশি লেনদেন হয়েছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, দরপতনের এক কার্যদিবস পরেই উর্ধমুখী প্রবণতায় ফিরেছে দেশের শেয়ারবাজার। বৃহস্পতিবার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্য সূচক বেড়েছে। এর আগে টানা চার কার্যদিবস উর্ধমুখী থাকার পর বুধবার শেয়ারবাজারে দরপতন হয়। মূল্য সূচক বাড়লেও বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন আগের দিনের তুলনায় কমেছে। তবে সিএসইতে লেনদেন আগের দিনের তুলনায় বেড়েছ। ডিএসইতে লেনদেন কমেছে ১১ কোটি ৪২ লাখ টাকা। আর সিএসইতে লেনদেন বেড়েছে ৩ কোটি ৭৪ লাখ টাকা। ডিএসইতে মূল্য সূচক বাড়লেও লেনদেন হওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার দাম কমেছে। ডিএসইতে লেনদেন হওয়া ১১৭টি প্রতিষ্ঠানের শেয়ার দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১৬১টির। আর দাম অপরিবর্তিত রয়েছে ৫৬টির। বাজারটিতে লেনদেন হয়েছে ৪১২ কোটি ৯০ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ৪২৪ কোটি ৩২ লাখ টাকা। সে হিসাবে লেনদেন আগের দিনের তুলনায় কমেছে ১১ কোটি ৪২ লাখ টাকা। দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ১৫ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২১৫ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুটি মূল্য সূচকের মধ্যে ডিএসই-৩০ আগের দিনের তুলনায় দশমিক ৭৪ পয়েন্ট বেড়ে ২ হাজার ৩০৪ পয়েন্টে অবস্থা করছে। আর ডিএসই শরিয়াহ সূচক দশমিক ৪০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৪৩১ পয়েন্টে। টাকার অঙ্কে ডিএসইতে সব থেকে বেশি লেনদেন হয়েছে গ্রামীণ ফোনের শেয়ার। কোম্পানিটির ২৭ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় স্থানে থাকা স্কয়ার ফার্মাসিটিক্যালের ২১ কোটি ৪১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ১৬ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে ন্যাশনাল ব্যাংক। লেনদেনে এরপর রয়েছে- বিডি ফাইন্যান্স, এ্যাপোল ইস্পাত, ব্র্যাক ব্যাংক, বেক্সিমকো ফার্মা, ইফাদ অটোস, মুন্নু সিরামিক এবং ন্যাশনাল টিউবস। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্য সূচক সিএসসিএক্স ৮ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৫৭১ পয়েন্টে অবস্থান করছে। বাজারটিতে লেনদেন হয়েছে ৩৬ কোটি ২৪ লাখ টাকা। লেনদেন হওয়া ২২৯টি প্রতিষ্ঠানের মধ্যে ৮৮টির শেয়ার দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১১৪টির। আর দাম অপরিবর্তিত রয়েছে ২৭টির।
×